কোটালীপাড়ায় জমি বিবাদে নারীসহ আহত তিন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের এক নারীসহ তিন জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে বিধান মজুমদার (৫০) ইন্দ্র মজুমদার (২৫) ও মায়া মজুমদারকে (৪৫)- গুর তর জখম অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কিছু দিন আগে আহত বিধান মজুমদার ১৩ কাঠা জমি পার্শ্ববর্তী কৃষ্ণ বিশ্বাসের কাছে তিনলক্ষ ত্রিশ হাজার টাকায় বিক্রি করে। ওই সময় নগদ এক লক্ষ টাকা কৃষ্ণ বিশ্বাস বিধান মজুমদার কে দিলে বাদবাকি টাকা কিছুদিনের মধ্যে পরিশোধ করবে বলে সময় নেয়, বাকি টাকা এই দেই সেই দেই বলে বিধান মজুমদার কে অনেকবার কথা দিলে কথা রাখেনি কৃষ্ণ বিশ্বাস।

ঘটনার দিন সকালে বিধান মজুমদার কৃষ্ণের কাছে টাকা চাইতে গেলে বাদ বাকি টাকা আর দেবে না বলে জানায় এই কথা শুনে বিধান মজুমদার রাগের মাথায় কৃষ্ণ বিশ্বাসের কাছে বিক্রি করা সেই জমিতে কাজ করতে গেলে কৃষ্ণ বিশ্বাস তার ভাড়া করা লোকজন দিয়ে বেধড়ক মারপিট করে । আহত বিধান মজুমদার, স্ত্রী মায়া মজুমদার ও তার ছেলে ইন্দ্র মজুমদার কে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে কৃষ্ণ বিশ্বাস বলেন, আমি জমি কেনা বাবদ এক লাখ দশ হাজার টাকা দিয়েছি বিধান মজুমদার কে বাদবাকি টাকা জমি মিউটেশন করে আমার নামে দলিল করে দেয়ার পর টাকা দেব, কিন্তু মিউটেশন ও করে না আর দলিল আমার নামে দেয় না না তাই দলিল চাইতে গেলে আমার সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে এবং আমকে ও আমার ছেলেকে প্রচুর মারধর করে। এ ব্যাপারে ভাংগারহাট পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামান জানান আজ (শুক্রবার)সকাল এগারটার দিকে কোটালীপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং দু’জন আসামিকে গ্রেফতারপূর্বক কোর্টে সোপার্দ করা হয়েছে।

রবিবার, ০৫ জানুয়ারী ২০২০ , ২২ পৌষ ১৪২৬, ৮ জমাদিউল আউয়াল ১৪৪১

কোটালীপাড়ায় জমি বিবাদে নারীসহ আহত তিন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের এক নারীসহ তিন জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে বিধান মজুমদার (৫০) ইন্দ্র মজুমদার (২৫) ও মায়া মজুমদারকে (৪৫)- গুর তর জখম অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কিছু দিন আগে আহত বিধান মজুমদার ১৩ কাঠা জমি পার্শ্ববর্তী কৃষ্ণ বিশ্বাসের কাছে তিনলক্ষ ত্রিশ হাজার টাকায় বিক্রি করে। ওই সময় নগদ এক লক্ষ টাকা কৃষ্ণ বিশ্বাস বিধান মজুমদার কে দিলে বাদবাকি টাকা কিছুদিনের মধ্যে পরিশোধ করবে বলে সময় নেয়, বাকি টাকা এই দেই সেই দেই বলে বিধান মজুমদার কে অনেকবার কথা দিলে কথা রাখেনি কৃষ্ণ বিশ্বাস।

ঘটনার দিন সকালে বিধান মজুমদার কৃষ্ণের কাছে টাকা চাইতে গেলে বাদ বাকি টাকা আর দেবে না বলে জানায় এই কথা শুনে বিধান মজুমদার রাগের মাথায় কৃষ্ণ বিশ্বাসের কাছে বিক্রি করা সেই জমিতে কাজ করতে গেলে কৃষ্ণ বিশ্বাস তার ভাড়া করা লোকজন দিয়ে বেধড়ক মারপিট করে । আহত বিধান মজুমদার, স্ত্রী মায়া মজুমদার ও তার ছেলে ইন্দ্র মজুমদার কে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে কৃষ্ণ বিশ্বাস বলেন, আমি জমি কেনা বাবদ এক লাখ দশ হাজার টাকা দিয়েছি বিধান মজুমদার কে বাদবাকি টাকা জমি মিউটেশন করে আমার নামে দলিল করে দেয়ার পর টাকা দেব, কিন্তু মিউটেশন ও করে না আর দলিল আমার নামে দেয় না না তাই দলিল চাইতে গেলে আমার সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে এবং আমকে ও আমার ছেলেকে প্রচুর মারধর করে। এ ব্যাপারে ভাংগারহাট পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামান জানান আজ (শুক্রবার)সকাল এগারটার দিকে কোটালীপাড়া থানায় একটি মামলা হয়েছে এবং দু’জন আসামিকে গ্রেফতারপূর্বক কোর্টে সোপার্দ করা হয়েছে।