ইউএনওকে খবর দিয়ে নিজের বাল্য বিয়ে ভাঙল ছাত্রী

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে খবর দিয়ে নিজের বাল্যবিবাহ ভাঙল নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। মঙ্গলবার বিকেলে উপজেলার আজাদনগর এলাকার এক ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বাসিন্দা এবং বালুরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী।

বালুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ সালাম বলেন, ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। ঘটনা শুনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আনন্দিত হয়েছেন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, তার অনিচ্ছা সত্ত্বেও বাল্যবিবাহ দিচ্ছে বলে ছাত্রী নিজেই সংবাদ দেয়। ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করা হয় এবং সবাইকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২০ , ২৬ পৌষ ১৪২৬, ১২ জমাদিউল আউয়াল ১৪৪১

ছাত্রী সাহসিকা

ইউএনওকে খবর দিয়ে নিজের বাল্য বিয়ে ভাঙল ছাত্রী

জেলা বার্তা পরিবেশক, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে খবর দিয়ে নিজের বাল্যবিবাহ ভাঙল নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। মঙ্গলবার বিকেলে উপজেলার আজাদনগর এলাকার এক ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বাসিন্দা এবং বালুরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী।

বালুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ সালাম বলেন, ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। ঘটনা শুনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আনন্দিত হয়েছেন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, তার অনিচ্ছা সত্ত্বেও বাল্যবিবাহ দিচ্ছে বলে ছাত্রী নিজেই সংবাদ দেয়। ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করা হয় এবং সবাইকে সতর্ক করা হয়েছে।