চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকা থেকে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ কাজী আবদুল আলিম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী হতে একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্য পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সড়াইপাড়া এলাকায় অবস্থিত জাহানারা মেকানিক্যাল ওয়ার্কশপের সামনে পোর্ট কানেক্টিং রোডের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা ফেনী হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সঙ্কেত দিলে ড্রাইভার গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির দেখানো ও সনাক্ত মতে প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেটকারের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কারটি।

আরও খবর
অর্থাভাবে বন্ধ হতে পারে বিলের পানি নিষ্কাশন
ইউপি চেয়ারম্যানের মামলায় আরেক চেয়ারম্যান জেলে
নোয়াখালীতে কারেন্ট জাল ধ্বংস অর্থদণ্ড
কসবায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
পাবনায় হোসিয়ারী শ্রমিককে হত্যা
মির্জাপুরে ১১ জুয়ারি গ্রেফতার
নোয়াখালীতে অস্ত্রসহ ২ জলদস্যু আটক
প্রশাসনের নির্দেশ অমান্য করে সর. জলাশয় থেকে মাছ লুট
মিছিল মিটিংয়ে সরগরম দুপচাঁচিয়ার জনপদ
শেরপুরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার স্ত্রী আটক
কলাপাড়ায় প্রাণিসম্পদ হাসপাতালের ভ্যাকসিনে মারা গেছে খামারির ৬শ’ হাঁস
দোহার সড়কে স্কুল ছাত্র হত
মরদেহের খোঁজে পুকুরে পানি সেচ দিচ্ছে পুলিশ
লক্ষ্মীপুরে এক বছরে ৪১ ধর্ষণ!
কাজের চেয়ে প্রকল্প বাড়ানোর দিকে ঝোঁক কর্মকর্তাদের!

শনিবার, ১১ জানুয়ারী ২০২০ , ২৭ পৌষ ১৪২৬, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১

চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকা থেকে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ কাজী আবদুল আলিম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী হতে একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্য পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সড়াইপাড়া এলাকায় অবস্থিত জাহানারা মেকানিক্যাল ওয়ার্কশপের সামনে পোর্ট কানেক্টিং রোডের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা ফেনী হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সঙ্কেত দিলে ড্রাইভার গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির দেখানো ও সনাক্ত মতে প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেটকারের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কারটি।