মুনিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

গেল বছরের শেষপ্রান্তে এসে বিয়ের পিঁড়িতে বসেন ছোটপর্দার প্রিয় মুখ ও উপস্থাপিকা মুনিয়া ইসলাম। গেল ২৮ ডিসেম্বর মুনিয়ার গায়ে হলুদ সম্পন্ন হয়। আর তার পরের দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রাজধানীর সেনা মালঞ্চ’তে। ্অরি তকালই মুনিয়া বিয়ের পর প্রথম অনুষ্ঠান করলেন। মুনিয়া জানান শিগগিরই তারা হানিমুনে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই হানিমুনে স্বামীর সঙ্গে প্রিয় প্রিয় জায়গায় ঘুরে বেড়াবেন। মুনিয়ার স্বামীর নাম আজওয়াদ হায়দার। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। আজওয়াদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। আজওয়াদ ঢাকায় এর আগে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে তিনি আমেরিকাতে এমবিএ করছেন। গতকাল সকালে মুনিয়ার সঙ্গে কথা হলে মুনিয়া বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি মনের মতো একজন মানুষ পেয়েছি। আমার বিয়ের আনুষ্ঠানকিতায় যারা উপস্থিত হয়ে আমাকে, আজওয়াদকে দোয়া করে গেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মতো মানুষটটিকে নিয়ে সুখী হতে পারি, সারাজীবন সুখে শান্তিতে একসঙ্গে কাটিয়ে দিতে পারি।’ মুনিয়ার বাবা নজরুল ইসলাম, মা হাসিনা আক্তার। আজওয়াদের বাবা আনোয়ারুল হায়দার ও মা জামিলা হায়দার। মুনিয়ার বাবা ২০১৪ সালে ইন্তেকাল করেন। মুনিয়ার গ্রামের বাড়ি যশোরে। বর্তমানে মুনিয়া চ্যানেল আইয়ের ‘গান দিয়ে সকাল শুরু’, ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এদিকে মুনিয়া নাটকেও নিয়মিত অভিনয় করেন। বর্তমানে তিনি রুলীন রহমানের পরিচালনায় ‘সুতোয় বাধা সুখের পায়রা’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।

শনিবার, ১১ জানুয়ারী ২০২০ , ২৭ পৌষ ১৪২৬, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪১

মুনিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

বিনোদন প্রতিবেদক |

image

গেল বছরের শেষপ্রান্তে এসে বিয়ের পিঁড়িতে বসেন ছোটপর্দার প্রিয় মুখ ও উপস্থাপিকা মুনিয়া ইসলাম। গেল ২৮ ডিসেম্বর মুনিয়ার গায়ে হলুদ সম্পন্ন হয়। আর তার পরের দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রাজধানীর সেনা মালঞ্চ’তে। ্অরি তকালই মুনিয়া বিয়ের পর প্রথম অনুষ্ঠান করলেন। মুনিয়া জানান শিগগিরই তারা হানিমুনে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই হানিমুনে স্বামীর সঙ্গে প্রিয় প্রিয় জায়গায় ঘুরে বেড়াবেন। মুনিয়ার স্বামীর নাম আজওয়াদ হায়দার। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। আজওয়াদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। আজওয়াদ ঢাকায় এর আগে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে তিনি আমেরিকাতে এমবিএ করছেন। গতকাল সকালে মুনিয়ার সঙ্গে কথা হলে মুনিয়া বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি মনের মতো একজন মানুষ পেয়েছি। আমার বিয়ের আনুষ্ঠানকিতায় যারা উপস্থিত হয়ে আমাকে, আজওয়াদকে দোয়া করে গেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মতো মানুষটটিকে নিয়ে সুখী হতে পারি, সারাজীবন সুখে শান্তিতে একসঙ্গে কাটিয়ে দিতে পারি।’ মুনিয়ার বাবা নজরুল ইসলাম, মা হাসিনা আক্তার। আজওয়াদের বাবা আনোয়ারুল হায়দার ও মা জামিলা হায়দার। মুনিয়ার বাবা ২০১৪ সালে ইন্তেকাল করেন। মুনিয়ার গ্রামের বাড়ি যশোরে। বর্তমানে মুনিয়া চ্যানেল আইয়ের ‘গান দিয়ে সকাল শুরু’, ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এদিকে মুনিয়া নাটকেও নিয়মিত অভিনয় করেন। বর্তমানে তিনি রুলীন রহমানের পরিচালনায় ‘সুতোয় বাধা সুখের পায়রা’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন।