মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ব্যাপক ক্ষতি

বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়টি শত্রুতামূলক ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ঘের মালিক অসীত সাহা জানান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের প্রয়াত অনীল সাহা’র ছেলে মৎস্য ঘের মালিক অসীত সাহার ১০ বিঘার একটি মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে রুই, কাতলা, পাতারি, চায়না পুটি, গ্লাসকাপ, মৃগেল ও গলদাসহ বিভিন্ন প্রজাতির ২৫-৩০ মণ মাছ মরে ভেসে ওঠে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক জানান। ভুক্তভোগী অসীত সাহা বলেন, সন্ধ্যার কিছুক্ষণ পরে তিনি একটি দোকানে বসেছিলেন এ সময় একটি মোটরসাইকেলযোগে অপরিচিত ২ জন লোক তার ঘেরে ৩টি বিষের বোতল ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পরেই তার ঘেরের সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। ওই রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘেরের পানি নিষ্কাশন করে শনিবার সকাল পর্যন্ত ঘের থেকে মরা মাছ তোলা হয়। এ সময় ঘেরে বিষ প্রয়োগের ইরাদ ৫৫ নামের ৩টি বিষের বোতল পাওয়া গেছে।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ব্যাপক ক্ষতি

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়টি শত্রুতামূলক ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ঘের মালিক অসীত সাহা জানান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের প্রয়াত অনীল সাহা’র ছেলে মৎস্য ঘের মালিক অসীত সাহার ১০ বিঘার একটি মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে রুই, কাতলা, পাতারি, চায়না পুটি, গ্লাসকাপ, মৃগেল ও গলদাসহ বিভিন্ন প্রজাতির ২৫-৩০ মণ মাছ মরে ভেসে ওঠে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক জানান। ভুক্তভোগী অসীত সাহা বলেন, সন্ধ্যার কিছুক্ষণ পরে তিনি একটি দোকানে বসেছিলেন এ সময় একটি মোটরসাইকেলযোগে অপরিচিত ২ জন লোক তার ঘেরে ৩টি বিষের বোতল ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পরেই তার ঘেরের সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। ওই রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘেরের পানি নিষ্কাশন করে শনিবার সকাল পর্যন্ত ঘের থেকে মরা মাছ তোলা হয়। এ সময় ঘেরে বিষ প্রয়োগের ইরাদ ৫৫ নামের ৩টি বিষের বোতল পাওয়া গেছে।