আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ‘গোয়েন্দাগিরি’

রেইনবো ফিল্ম সোসাইটি এই আয়োজন ১১ জানুয়ারি থেকে ঢাকায় চলছে ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। ৯ দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র। এ উৎসবে আজ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আজ সকাল সাড়ে ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’র প্রিমিয়ার প্রদর্শনী হবে। এটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আম্মাজান ফিল্মস এবং চলচ্চিত্রটির ডিজিটাল পার্টনার হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা হাসনাইন, কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরি, সীমান্ত আহমেদ, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরী, শিখা খান, তানিয়া বৃষ্টি, ইশরাত চৈতি, প্রিন্স প্রমুখ। এই আয়োজনের ভেন্যুগুলো হলো আলিয়স ফ্রান্সিস ঢাকা, ঢাকা শিশু একাডেমি, ঢাকা শিল্পকলা একাডেমি, ঢাকা জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল। প্রতিটি ভেন্যুতেই ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটি দেখানো হয়েছে।

গোয়েন্দাগিরির গল্পে দেখা যায়, একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কারও তিন গোয়েন্দা, কারও আবার জেমস বন্ড। যাই হোক তাদের এবারের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পরে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা। তাদের এই অভিযানে রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে তেমনি পাওয়া যাবে টিনএজ খুনসুটি, টিনএজ রোমান্টিসিজম আরও কত কি!

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ , ৩০ পৌষ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ‘গোয়েন্দাগিরি’

বিনোদন প্রতিবেদক |

image

রেইনবো ফিল্ম সোসাইটি এই আয়োজন ১১ জানুয়ারি থেকে ঢাকায় চলছে ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। ৯ দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র। এ উৎসবে আজ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আজ সকাল সাড়ে ১০টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’র প্রিমিয়ার প্রদর্শনী হবে। এটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আম্মাজান ফিল্মস এবং চলচ্চিত্রটির ডিজিটাল পার্টনার হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা হাসনাইন, কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরি, সীমান্ত আহমেদ, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরী, শিখা খান, তানিয়া বৃষ্টি, ইশরাত চৈতি, প্রিন্স প্রমুখ। এই আয়োজনের ভেন্যুগুলো হলো আলিয়স ফ্রান্সিস ঢাকা, ঢাকা শিশু একাডেমি, ঢাকা শিল্পকলা একাডেমি, ঢাকা জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল। প্রতিটি ভেন্যুতেই ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রটি দেখানো হয়েছে।

গোয়েন্দাগিরির গল্পে দেখা যায়, একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কারও তিন গোয়েন্দা, কারও আবার জেমস বন্ড। যাই হোক তাদের এবারের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পরে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা। তাদের এই অভিযানে রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে তেমনি পাওয়া যাবে টিনএজ খুনসুটি, টিনএজ রোমান্টিসিজম আরও কত কি!