একুশে টিভির ‘চায়ের সকাল’

একুশে টেলিভিশনে আগামী শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২০ থেকে শুরু হতে যাচ্ছে প্রতিদিনের গানের অনুষ্ঠান ‘চায়ের সকাল’। কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী উপস্থাপনায় প্রতিদিন সকাল ৮টায় একুশে টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটিতে গান পরিবেশন করবেন দেশের প্রথিতযশা শিল্পীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, অতুল প্রসাদ, রজনীকান্তসহ বাংলার আউল-বাউল তথা লালন, রাধারমন, শাহ্ আবদুল করিম, হাসান রাজা, ভাওয়াইয়া, ভাটিয়ালীসহ সব ধরনের গান পরিবেশন করা হবে ‘চায়ের সকাল’ অনুষ্ঠানটির মাধ্যমে। ‘চায়ের সকাল’ অনুষ্ঠানের মূল দর্শন হলো বাংলার শুদ্ধ সংস্কৃতির চর্চাকে তুলে ধরা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ , ১ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

একুশে টিভির ‘চায়ের সকাল’

বিনোদন প্রতিবেদক |

একুশে টেলিভিশনে আগামী শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২০ থেকে শুরু হতে যাচ্ছে প্রতিদিনের গানের অনুষ্ঠান ‘চায়ের সকাল’। কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী উপস্থাপনায় প্রতিদিন সকাল ৮টায় একুশে টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটিতে গান পরিবেশন করবেন দেশের প্রথিতযশা শিল্পীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, অতুল প্রসাদ, রজনীকান্তসহ বাংলার আউল-বাউল তথা লালন, রাধারমন, শাহ্ আবদুল করিম, হাসান রাজা, ভাওয়াইয়া, ভাটিয়ালীসহ সব ধরনের গান পরিবেশন করা হবে ‘চায়ের সকাল’ অনুষ্ঠানটির মাধ্যমে। ‘চায়ের সকাল’ অনুষ্ঠানের মূল দর্শন হলো বাংলার শুদ্ধ সংস্কৃতির চর্চাকে তুলে ধরা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।