দশমিনায় নৌকা তৈরি করে সংসার চালান আলাউদ্দিন

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে। এই পেশার সঙ্গে জড়িত অধিকাংশ মানুষ নিম্ন আয়ের মানুষ। নতুন নৌকা তৈরি কিংবা চুক্তিতে নৌকা তৈরি করে তা বিক্রির মাধ্যমে যা আয় হয় তাই দিয়েই এই সকল মানুষের সংসার চলে। উপজেলার সদর ইউনিয়নের হাজীরহাট এলাকার মো. আলাউদ্দিন বিগত ৪০ বছর ধরে নৌকা তৈরি করেন। নৌকা তৈরির কারিগর হিসাবেই তিনি বেশি পরিচিত। নৌকাই তার জীবন এবং তা তৈরি করেই তিনি সংসার চালান। নিজে নৌকার কারিগর হলেও ছেলেমেয়েকে তিনি এই পেশায় দেখতে চান না। তাই ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন। তিনি বলেন, ‘নৌকা বানিয়ে এখনও তো পরিবার-পরিজন চালাই। তবে এই ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই ছেলেমেয়েদের লেখাপড়া করতে দিছি। তবে এখন আমরা কোন মতে চলতে আছি এবং বছর শেষে খুব কষ্টে দিন কাটে’। নৌকার দর-দাম সম্পর্কে তিনি বলেন, ‘আমি গর্জন, আম ও সুবর্ণ কাঠের নৌকা তৈরি করছি। আমি বিভিন্ন সাইজের ডিঙি নৌকা তৈরি করি। নৌকা তৈরিতে মজুরি ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পাই।

image

দশমিনা (পটুয়াখালী) : নৌকা তৈরিতে ব্যস্ত মো. আলাউদ্দিন -সংবাদ

আরও খবর
সৈয়দপুর রেলওয়ে প্রকৌ. বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখেনি সাড়ে ৩ বছরেও
জগন্নাথপুরে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
বরিশালে বিউটি মার্কেট উচ্ছেদ : পাল্টাপাল্টি অভিযোগ
বনপাড়ার গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা : কমছে অপরাধ
শেরপুরে আমন সংগ্রহ শুরু
ভালুকায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে পাওয়া গেল ২ শিশু
সীতাকুণ্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপাসিয়ায় ৫ ওষুধ দোকানের ৫০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহে স্ত্রী-সন্তান হত্যাকারী গ্রেফতার
মাদারীপুরে জোড়া খুন দোষীদের বিচার দাবি
পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতন পাটকল শ্রমিক হাসপাতালে
১৫ কোটির কোকেনসহ ধৃত ১
হবিগঞ্জে মাছ মেলা জমজমাট
কেশবপুরে টেপুর বিলে বোরো আবাদের দাবিতে স্মারকলিপি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

দশমিনায় নৌকা তৈরি করে সংসার চালান আলাউদ্দিন

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

image

দশমিনা (পটুয়াখালী) : নৌকা তৈরিতে ব্যস্ত মো. আলাউদ্দিন -সংবাদ

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে। এই পেশার সঙ্গে জড়িত অধিকাংশ মানুষ নিম্ন আয়ের মানুষ। নতুন নৌকা তৈরি কিংবা চুক্তিতে নৌকা তৈরি করে তা বিক্রির মাধ্যমে যা আয় হয় তাই দিয়েই এই সকল মানুষের সংসার চলে। উপজেলার সদর ইউনিয়নের হাজীরহাট এলাকার মো. আলাউদ্দিন বিগত ৪০ বছর ধরে নৌকা তৈরি করেন। নৌকা তৈরির কারিগর হিসাবেই তিনি বেশি পরিচিত। নৌকাই তার জীবন এবং তা তৈরি করেই তিনি সংসার চালান। নিজে নৌকার কারিগর হলেও ছেলেমেয়েকে তিনি এই পেশায় দেখতে চান না। তাই ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন। তিনি বলেন, ‘নৌকা বানিয়ে এখনও তো পরিবার-পরিজন চালাই। তবে এই ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই ছেলেমেয়েদের লেখাপড়া করতে দিছি। তবে এখন আমরা কোন মতে চলতে আছি এবং বছর শেষে খুব কষ্টে দিন কাটে’। নৌকার দর-দাম সম্পর্কে তিনি বলেন, ‘আমি গর্জন, আম ও সুবর্ণ কাঠের নৌকা তৈরি করছি। আমি বিভিন্ন সাইজের ডিঙি নৌকা তৈরি করি। নৌকা তৈরিতে মজুরি ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পাই।