মাদারীপুরে জোড়া খুন দোষীদের বিচার দাবি

মাদারীপুরের রাজৈরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ব্যানার, ফেস্টুন হাতে এলাকার কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

গত ৩ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজৈর উপজেলার হোসেনপুর এলাকার জামাল খালাসী ও দেলোয়ার মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২১ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে বাবুল মুন্সী ও জুলফিকার খালাসী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও খবর
সৈয়দপুর রেলওয়ে প্রকৌ. বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখেনি সাড়ে ৩ বছরেও
জগন্নাথপুরে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
বরিশালে বিউটি মার্কেট উচ্ছেদ : পাল্টাপাল্টি অভিযোগ
বনপাড়ার গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা : কমছে অপরাধ
দশমিনায় নৌকা তৈরি করে সংসার চালান আলাউদ্দিন
শেরপুরে আমন সংগ্রহ শুরু
ভালুকায় ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের
টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে পাওয়া গেল ২ শিশু
সীতাকুণ্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপাসিয়ায় ৫ ওষুধ দোকানের ৫০ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহে স্ত্রী-সন্তান হত্যাকারী গ্রেফতার
পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতন পাটকল শ্রমিক হাসপাতালে
১৫ কোটির কোকেনসহ ধৃত ১
হবিগঞ্জে মাছ মেলা জমজমাট
কেশবপুরে টেপুর বিলে বোরো আবাদের দাবিতে স্মারকলিপি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

মাদারীপুরে জোড়া খুন দোষীদের বিচার দাবি

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ব্যানার, ফেস্টুন হাতে এলাকার কয়েক হাজার মানুষ এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

গত ৩ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজৈর উপজেলার হোসেনপুর এলাকার জামাল খালাসী ও দেলোয়ার মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২১ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে বাবুল মুন্সী ও জুলফিকার খালাসী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।