একাধিক ধারাবাহিকে সবুজ

বর্তমান সময়ের মেধাবী মঞ্চ, টিভির অভিনেতা শহিদুল্লাহ সবুজ। ইতিমধ্যে অনেক টিভি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন তিনি। বর্তমানে তার অভিনিত একাধিক ধারাবাহিকক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। আরটিভিতে প্রচার হচ্ছে ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’ নাট্যকার আশরাফুল চঞ্চল, পরিচালনায় শামস করিম। বাংলাভিশন প্রচার হচ্ছে ‘চাটাম ঘর’। রচনা মামুন অর রশিদ, পরিচালনায় শামীম জামান। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ফুল এইচডি প্রচার হচ্ছে মাছ রাঙা টিভিতে। বিথি মাহমুদের রচনা ও উজ্জল মাহমুদের পরিচালনায় ‘জঙ্গলে গ-গোল’ প্রচার হচ্চে নাগরিক টিভিতে। মেহেদী হাসান হৃদয় এর রচনা ও পরিচালনায় ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ প্রচার হচ্ছে চ্যানের আইতে। সবুজ জানায় এই নাটকগুলোর মধ্যে ‘চাটাম ঘর’ নাটকের জকি দ্য পাইপার চরিত্রটি এবং ‘ফুল এইচ ডি’ নাটকের মুসকিল ক্যারেক্টারটির করে ভাল সাড়া পাচ্ছেন। ধারাবাহিক নাটকের পাশাপাশি একঘন্টার নাটকেও সবুজের উপস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি কাজ শেষ করেছেন রাফাত মজুমদার রিঙ্কুর ‘বোধ’, মাইদুল রাকিব এর ‘রক টু’, সঞ্জয় সমদ্দারের ‘যে শহরে টাকা উড়ে’, মুরসালিন শুভর ‘আই এম আন্ডার এ্যারেস্ট’, মাসুম শাহরীয়ার এর রচনা ও পরিচালনায় ‘পানি ও পরির গল্প’ নাটকগুলোর কাজ। তার অভিনিত ধারাবাহিক নাটকের মধ্যে প্রচারে আসার অপেক্ষায় আছে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আম্মা’, মুরসালিন শুভর ‘এই শহরে’, ইফতেখার ইফতির ‘হট্টগোল’ নাটকগুলো। সবুজ বলেন, ‘অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, দর্শকদের কাছেও ভাল সাড়া পাচ্ছি, এখন আমি নিজের অভিনয়ে অনেকটাই আত্মবিশ্বাসী তবে আরো বড় ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। অভিনয়ের ব্যাস্ততার কারণে মাঝে মঞ্চে বেশি সময় দিতে পারিনি। তবে গত অক্টোবর থেকে আমাদের দল নাট্যকেন্দ্রের নতুন নাটকে কাজ শুরু করেছি। আশা করছি ফেব্রুয়ারিতে নাটকটি মঞ্চে আসবে। নাটকের নাম আপাতত ‘কিংকর্তব্য’ রাখা আছে তবে এই নামের পরিবর্তন হতেও পারে। বর্তমানে নিয়মিত আমাদের মহড়া চলছে। নির্দেশনা দিচ্ছেন সাইফ আহম্মেদ। নাটকে আমার চরিত্রের নাম পল্টু।’

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

একাধিক ধারাবাহিকে সবুজ

বিনোদন প্রতিবেদক |

image

বর্তমান সময়ের মেধাবী মঞ্চ, টিভির অভিনেতা শহিদুল্লাহ সবুজ। ইতিমধ্যে অনেক টিভি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন তিনি। বর্তমানে তার অভিনিত একাধিক ধারাবাহিকক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। আরটিভিতে প্রচার হচ্ছে ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’ নাট্যকার আশরাফুল চঞ্চল, পরিচালনায় শামস করিম। বাংলাভিশন প্রচার হচ্ছে ‘চাটাম ঘর’। রচনা মামুন অর রশিদ, পরিচালনায় শামীম জামান। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ফুল এইচডি প্রচার হচ্ছে মাছ রাঙা টিভিতে। বিথি মাহমুদের রচনা ও উজ্জল মাহমুদের পরিচালনায় ‘জঙ্গলে গ-গোল’ প্রচার হচ্চে নাগরিক টিভিতে। মেহেদী হাসান হৃদয় এর রচনা ও পরিচালনায় ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’ প্রচার হচ্ছে চ্যানের আইতে। সবুজ জানায় এই নাটকগুলোর মধ্যে ‘চাটাম ঘর’ নাটকের জকি দ্য পাইপার চরিত্রটি এবং ‘ফুল এইচ ডি’ নাটকের মুসকিল ক্যারেক্টারটির করে ভাল সাড়া পাচ্ছেন। ধারাবাহিক নাটকের পাশাপাশি একঘন্টার নাটকেও সবুজের উপস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি কাজ শেষ করেছেন রাফাত মজুমদার রিঙ্কুর ‘বোধ’, মাইদুল রাকিব এর ‘রক টু’, সঞ্জয় সমদ্দারের ‘যে শহরে টাকা উড়ে’, মুরসালিন শুভর ‘আই এম আন্ডার এ্যারেস্ট’, মাসুম শাহরীয়ার এর রচনা ও পরিচালনায় ‘পানি ও পরির গল্প’ নাটকগুলোর কাজ। তার অভিনিত ধারাবাহিক নাটকের মধ্যে প্রচারে আসার অপেক্ষায় আছে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আম্মা’, মুরসালিন শুভর ‘এই শহরে’, ইফতেখার ইফতির ‘হট্টগোল’ নাটকগুলো। সবুজ বলেন, ‘অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, দর্শকদের কাছেও ভাল সাড়া পাচ্ছি, এখন আমি নিজের অভিনয়ে অনেকটাই আত্মবিশ্বাসী তবে আরো বড় ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। অভিনয়ের ব্যাস্ততার কারণে মাঝে মঞ্চে বেশি সময় দিতে পারিনি। তবে গত অক্টোবর থেকে আমাদের দল নাট্যকেন্দ্রের নতুন নাটকে কাজ শুরু করেছি। আশা করছি ফেব্রুয়ারিতে নাটকটি মঞ্চে আসবে। নাটকের নাম আপাতত ‘কিংকর্তব্য’ রাখা আছে তবে এই নামের পরিবর্তন হতেও পারে। বর্তমানে নিয়মিত আমাদের মহড়া চলছে। নির্দেশনা দিচ্ছেন সাইফ আহম্মেদ। নাটকে আমার চরিত্রের নাম পল্টু।’