ক্ষণগণনা

আর ৫৮ দিন

মুজিববর্ষ’র আর ৫৮ দিন বাকি। আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৫৮ দিন। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাজধানীর বিভিন্ন স্পটে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা আলোকচিত্র। বিজয় সরণী এলাকায় তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বাণী সম্বলিত প্রতীকী ৬০ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর ভাস্কর্য।

এদিকে, পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। গতকাল শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদের এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামী ১৭ মার্চ উদযাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে একই সঙ্গে পালন করা হবে জন্মশতবার্ষিকী।

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা

আর ৫৮ দিন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

মুজিববর্ষ’র আর ৫৮ দিন বাকি। আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালন করবে সরকার। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৫৮ দিন। গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাজধানীর বিভিন্ন স্পটে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা আলোকচিত্র। বিজয় সরণী এলাকায় তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বাণী সম্বলিত প্রতীকী ৬০ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর ভাস্কর্য।

এদিকে, পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। গতকাল শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদের এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামী ১৭ মার্চ উদযাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ১৯৫টি দেশে একই সঙ্গে পালন করা হবে জন্মশতবার্ষিকী।