আমরণ অনশনে অসুস্থ ৯ শিক্ষার্থী

ভিসির সংহতি প্রকাশ

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। এদের মধ্যে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শুরু হওয়া অনশন গতকাল সন্ধ্যায় প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত চলতে দেখা গেছে।

অসুস্থ ৯ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। দুইজন চিকিৎসা শেষে ফের অনশনে যোগ দিয়েছেন। এ সময় নির্বাচনের তারিখ পরিবর্তনে তিনি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনার আহ্বান জানান। অনশনে অসুস্থ শিক্ষার্থীরা হলেন- জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের অপূর্ব চক্রবর্তী, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সবুজ কুমার, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের জয়ন্ত বণিক, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রবিউল আওয়াল রবি, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ভবতোষ চন্দ্র রায়। তাদের সবাইকে রাজু ভাস্কর্যের পাদদেশে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এদিকে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন। সংহতি প্রকাশকালে ভিসি বলেন, নির্বাচনের তারিখ দিনক্ষণ ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে ৩০ তারিখ নির্বাচনের দিন ক্ষন ঠিক করার আগে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল যে, এই তারিখটি কোন মূল্যবোধ, কোন চেতনার পরিপ্রন্থী হয় কি না। কেননা, সরস্বতী পূজা এমন একটি ধর্মীয় উৎসব যেখানে অসাম্প্রদায়িক আবেদন রয়েছে।

তিনি আরও বলেন, আবহমান কাল থেকে এই ধর্মীয় অনূভুতি একটি অসাধারণ ভূমিকা পালন করছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুয়েরা পবিত্র সরস্বতী পূজায় অংশগ্রহণ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আবেদন আরও গভীরভাবে অনুভুত হয়। মা দেবীর আবর্তনকে কেন্দ্র করে এ পূজার সব আয়োজন করা হয়।

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

ভোট পেছানোর দাবি

আমরণ অনশনে অসুস্থ ৯ শিক্ষার্থী

ভিসির সংহতি প্রকাশ

ঢাবি প্রতিনিধি

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। এদের মধ্যে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শুরু হওয়া অনশন গতকাল সন্ধ্যায় প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত চলতে দেখা গেছে।

অসুস্থ ৯ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। দুইজন চিকিৎসা শেষে ফের অনশনে যোগ দিয়েছেন। এ সময় নির্বাচনের তারিখ পরিবর্তনে তিনি নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনার আহ্বান জানান। অনশনে অসুস্থ শিক্ষার্থীরা হলেন- জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাস, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের অপূর্ব চক্রবর্তী, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অর্ক সাহা, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সবুজ কুমার, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের জয়ন্ত বণিক, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রবিউল আওয়াল রবি, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ভবতোষ চন্দ্র রায়। তাদের সবাইকে রাজু ভাস্কর্যের পাদদেশে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এদিকে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন। সংহতি প্রকাশকালে ভিসি বলেন, নির্বাচনের তারিখ দিনক্ষণ ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে ৩০ তারিখ নির্বাচনের দিন ক্ষন ঠিক করার আগে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল যে, এই তারিখটি কোন মূল্যবোধ, কোন চেতনার পরিপ্রন্থী হয় কি না। কেননা, সরস্বতী পূজা এমন একটি ধর্মীয় উৎসব যেখানে অসাম্প্রদায়িক আবেদন রয়েছে।

তিনি আরও বলেন, আবহমান কাল থেকে এই ধর্মীয় অনূভুতি একটি অসাধারণ ভূমিকা পালন করছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুয়েরা পবিত্র সরস্বতী পূজায় অংশগ্রহণ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আবেদন আরও গভীরভাবে অনুভুত হয়। মা দেবীর আবর্তনকে কেন্দ্র করে এ পূজার সব আয়োজন করা হয়।