শিক্ষার্থীদের মানববন্ধন

ক্রসফায়ার নয় ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন চাই

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ বিভিন্ন জায়াগায় সংঘটিত ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা, ক্রসফায়ারের পরিবর্তে ধর্ষকদের উপযুক্ত শাস্তি প্রদান করা, ইন্টারনেটে ধর্ষিতাকে ভাইরাল না করে ধর্ষকদের ভাইরাল করা, যে সমাজ ধর্ষক জন্ম দেয় সেই সমাজ পরিবর্তনসহ বিভিন্ন দাবি ও স্লোগন সংবলিত পোস্টার বহন করেন। গতকাল বিকালে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে নরসুন্দা নদীর ওপর নির্মিত মুক্তমঞ্চে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী এ মানববন্ধনে অংশ নেন। তাদের সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। মানববন্ধন চলাকালে তারা গণস্বাক্ষরও সংগ্রহ করেন। গণস্বাক্ষরসহ তারা পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে কিশোরগঞ্জকে ধর্ষণমুক্ত রাখার দাবিতে স্বারকলিপিও প্রদান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তবে মানববন্ধনে কোন সাংগঠনিক পরিচয়ের ব্যানার ছিল না।

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

শিক্ষার্থীদের মানববন্ধন

ক্রসফায়ার নয় ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন চাই

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

image

কিশোরগঞ্জ : গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে নরসুন্দার ওপর মুক্তমঞ্চে ধর্র্ষণবিরোধী মানববন্ধন -সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ বিভিন্ন জায়াগায় সংঘটিত ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা, ক্রসফায়ারের পরিবর্তে ধর্ষকদের উপযুক্ত শাস্তি প্রদান করা, ইন্টারনেটে ধর্ষিতাকে ভাইরাল না করে ধর্ষকদের ভাইরাল করা, যে সমাজ ধর্ষক জন্ম দেয় সেই সমাজ পরিবর্তনসহ বিভিন্ন দাবি ও স্লোগন সংবলিত পোস্টার বহন করেন। গতকাল বিকালে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে নরসুন্দা নদীর ওপর নির্মিত মুক্তমঞ্চে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী এ মানববন্ধনে অংশ নেন। তাদের সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। মানববন্ধন চলাকালে তারা গণস্বাক্ষরও সংগ্রহ করেন। গণস্বাক্ষরসহ তারা পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে কিশোরগঞ্জকে ধর্ষণমুক্ত রাখার দাবিতে স্বারকলিপিও প্রদান করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তবে মানববন্ধনে কোন সাংগঠনিক পরিচয়ের ব্যানার ছিল না।