যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তালেবানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাক্সিক্ষত চুক্তি সই হলে ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের সশস্ত্রবিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ সময়ে তারা আফগান সরকারি বাহিনীর ওপর সহিংসতাও কমিয়ে আনবে বলে জানিয়েছে। তবে তাদের চুক্তির শর্ত কি ছিলো তা স্পষ্টভাবে এখনও জানা যায়নি। রয়টার্স।

বার্তা সংস্থাটির গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তালেবানের ১৮ বছরের যুদ্ধ অবসানে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে তালেবান। চলতি বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর তিন মাসের মাথায় গত শনিবার নতুন করে আনুষ্ঠানিক আলোচনায় বসে দুই পক্ষ। তবে এর আগে উভয় পক্ষের তরফ থেকেই অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়। এ প্রসঙ্গে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আলোচনার জন্য তারা বুধ ও ?বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসেছেন। দুই পক্ষের এ আলোচনা খুবই কার্যকরী ছিলো বলে দাবি তার। এ আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তালোনের শীর্ষ নেতারা মার্কিন সেনাদের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করেছেন এবং সম্মতি জানিয়েছেন। একই সঙ্গে এ সময়ে আফগান সরকারি বাহিনীর ওপর হামলাও কমাবে তারা। এদিকে তালেবানের এক জেষ্ঠ্য কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিলো আমরা যেন আলোচনার সময় যুদ্ধ বন্ধ রাখি। আমাদের শূরা পরিষদ থেকে জানানো হয়, আমরা যেদিন শান্তি চুক্তিতে সই করবো সেদিনই যুদ্ধ থামবে।

সর্বশেষ এই আলোচনা যদি সফল হয় তবে আফগানিস্তানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান হবে।

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তালেবানের

সংবাদ ডেস্ক |

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাক্সিক্ষত চুক্তি সই হলে ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের সশস্ত্রবিদ্রোহী গোষ্ঠী তালেবান। এ সময়ে তারা আফগান সরকারি বাহিনীর ওপর সহিংসতাও কমিয়ে আনবে বলে জানিয়েছে। তবে তাদের চুক্তির শর্ত কি ছিলো তা স্পষ্টভাবে এখনও জানা যায়নি। রয়টার্স।

বার্তা সংস্থাটির গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তালেবানের ১৮ বছরের যুদ্ধ অবসানে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে তালেবান। চলতি বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর তিন মাসের মাথায় গত শনিবার নতুন করে আনুষ্ঠানিক আলোচনায় বসে দুই পক্ষ। তবে এর আগে উভয় পক্ষের তরফ থেকেই অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়। এ প্রসঙ্গে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আলোচনার জন্য তারা বুধ ও ?বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসেছেন। দুই পক্ষের এ আলোচনা খুবই কার্যকরী ছিলো বলে দাবি তার। এ আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তালোনের শীর্ষ নেতারা মার্কিন সেনাদের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করেছেন এবং সম্মতি জানিয়েছেন। একই সঙ্গে এ সময়ে আফগান সরকারি বাহিনীর ওপর হামলাও কমাবে তারা। এদিকে তালেবানের এক জেষ্ঠ্য কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিলো আমরা যেন আলোচনার সময় যুদ্ধ বন্ধ রাখি। আমাদের শূরা পরিষদ থেকে জানানো হয়, আমরা যেদিন শান্তি চুক্তিতে সই করবো সেদিনই যুদ্ধ থামবে।

সর্বশেষ এই আলোচনা যদি সফল হয় তবে আফগানিস্তানে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান হবে।