সাড়ে চার দশকের নিঃসরিত কার্বন কমানোর ঘোষণা মাইক্রোসফটের

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিশাল প্রতিষ্ঠান চালাতে গত সাড়ে চার দশকে (৪৫ বছরে) বায়ুম-লে যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হয়েছে তা মুছে ফেলবে তারা। এর পাশাপাশি জলবায়ু রক্ষায় প্রয়োজনী ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে ১০০ কোটি ডলারের একটি তহবিল গড়ে তুলবে তারা।

বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও- এর এক প্রতিবেদন অনুসারে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড মাত্রা ছাড়িয়ে গেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণে কার্বণ নিঃসরণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। এর জেরে বিশ্বজুড়ে কোন প্রান্ত হয় দাবানলে পুড়ে ছাই হচ্ছে, আবার অন্য কোন প্রান্ত ব্যাপক বৃষ্টিপাত নয়তো বন্যায় প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে। এর সঙ্গে অন্য কোন প্রান্তে চলছে ভূমিধস, তুষার ধসের মতো ঘটনাসহ ভূমিকম্প নয়তো অগ্ন্যুৎপাতের ঘটনা। বিশ্বকে জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষায় প্রযুক্তি মাইক্রোসফট এগিয়ে এসেছে। তবে তাদের প্রতিশ্রুতি দেয়া পদক্ষেপগুলো অন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলাদা। অন্য প্রতিষ্ঠানগুলো চলমান বা ভবিষ্যতের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে মাইক্রোসফট অতীতের দায়বদ্ধতাও নিজের কাঁধে তুলে নিয়েছে।

এ প্রসঙ্গে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘বিগত এক দশকে আমরা যদি কিছু শিখে থাকি তা হচ্ছে কার্বন নিঃসরণের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ভালো কিছুর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।’ তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা এই হারে বাড়তে থাকলে তা পৃথিবীর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। তাই আমাদের বিকল্প পথ খুঁজতেই হবে। এমন পরিস্থিতি মোকাবিলায় একটি জলবায়ু উদ্ভাবনী তহবিল গড়ে তুলবে তারা। আগামী চার বছরে কার্বন নিঃসরণ হ্রাসে ১০০ কোটি ডলার ব্যয় করা হবে এ তহবিল থেকে।

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

সাড়ে চার দশকের নিঃসরিত কার্বন কমানোর ঘোষণা মাইক্রোসফটের

সংবাদ ডেস্ক |

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিশাল প্রতিষ্ঠান চালাতে গত সাড়ে চার দশকে (৪৫ বছরে) বায়ুম-লে যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হয়েছে তা মুছে ফেলবে তারা। এর পাশাপাশি জলবায়ু রক্ষায় প্রয়োজনী ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে ১০০ কোটি ডলারের একটি তহবিল গড়ে তুলবে তারা।

বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও- এর এক প্রতিবেদন অনুসারে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড মাত্রা ছাড়িয়ে গেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণে কার্বণ নিঃসরণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। এর জেরে বিশ্বজুড়ে কোন প্রান্ত হয় দাবানলে পুড়ে ছাই হচ্ছে, আবার অন্য কোন প্রান্ত ব্যাপক বৃষ্টিপাত নয়তো বন্যায় প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে। এর সঙ্গে অন্য কোন প্রান্তে চলছে ভূমিধস, তুষার ধসের মতো ঘটনাসহ ভূমিকম্প নয়তো অগ্ন্যুৎপাতের ঘটনা। বিশ্বকে জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষায় প্রযুক্তি মাইক্রোসফট এগিয়ে এসেছে। তবে তাদের প্রতিশ্রুতি দেয়া পদক্ষেপগুলো অন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলাদা। অন্য প্রতিষ্ঠানগুলো চলমান বা ভবিষ্যতের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে মাইক্রোসফট অতীতের দায়বদ্ধতাও নিজের কাঁধে তুলে নিয়েছে।

এ প্রসঙ্গে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘বিগত এক দশকে আমরা যদি কিছু শিখে থাকি তা হচ্ছে কার্বন নিঃসরণের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ভালো কিছুর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।’ তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা এই হারে বাড়তে থাকলে তা পৃথিবীর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। তাই আমাদের বিকল্প পথ খুঁজতেই হবে। এমন পরিস্থিতি মোকাবিলায় একটি জলবায়ু উদ্ভাবনী তহবিল গড়ে তুলবে তারা। আগামী চার বছরে কার্বন নিঃসরণ হ্রাসে ১০০ কোটি ডলার ব্যয় করা হবে এ তহবিল থেকে।