বগুড়ায় জমজমাট পিঠা উৎসব

বগুড়ায় দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। লিটল থিয়েটারের আয়োজনে গতকাল সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনের সামনের মাঠে আইলায় আগুন জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বগুড়া জেলার ২০টি স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি হরেক রকমের ও নানান পদের পিঠা দিয়ে স্টলগুলো সাজিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পিঠার স্বাদ নিতে ভিড় করেছেন সেখানে। আয়োজকরা বলছেন, একসময় বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন থাকত। কালক্রমে তা হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মকে বিভিন্ন প্রকারের শীতকালিন পিঠার সঙ্গে পরিচয় করে দিতেই এই আয়োজন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, উচ্চারণ একাডেমির পরিচালক অ্যাডভোকেট পলাশ খন্দকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা পিঠা উৎসবে যোগ দেন।

পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকলেও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এবং তার অবস্থার অবনতি হওয়ার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

আরও খবর
বৃহত্তর জুমার নামাজ আদায়
কমছে পিয়াজের দাম
বঙ্গবন্ধুর জীবনাদর্শে শিশুদের উজ্জীবিত করতে হবে স্পিকার
বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ ভারতীয় সহকারী হাইকমিশনার
নির্বাচন-পূজা বিষয়টি ইসির অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী
মুজিববর্ষ উদযাপনে পৃথিবীর মানুষ জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী
স্মৃতির আয়নায় বিউটি বোর্ডিং
সাহিত্য ও সংস্কৃতির দুই বাংলার ১৬ গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে
নাটক নৃত্য ও ঐতিহ্যবাহী পালাগান আজ
এশিয়ান টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
তারিখ পরিবর্তন না করলে ভোট বর্জন করবে হিন্দু মহাজোট
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
চিকিৎসা সেবার নামে চলছে চরম অনিয়ম
গণমাধ্যমে লিখেছিল ভেবেছি অতিরঞ্জিত নিহতের স্বামী
কক্সবাজার শহরের সড়কে পচা দুর্গন্ধ পানি

শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ , ৪ মাঘ ১৪২৬, ২০ জমাদিউল আউয়াল ১৪৪১

বগুড়ায় জমজমাট পিঠা উৎসব

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। লিটল থিয়েটারের আয়োজনে গতকাল সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনের সামনের মাঠে আইলায় আগুন জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বগুড়া জেলার ২০টি স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি হরেক রকমের ও নানান পদের পিঠা দিয়ে স্টলগুলো সাজিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পিঠার স্বাদ নিতে ভিড় করেছেন সেখানে। আয়োজকরা বলছেন, একসময় বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন থাকত। কালক্রমে তা হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মকে বিভিন্ন প্রকারের শীতকালিন পিঠার সঙ্গে পরিচয় করে দিতেই এই আয়োজন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, উচ্চারণ একাডেমির পরিচালক অ্যাডভোকেট পলাশ খন্দকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা পিঠা উৎসবে যোগ দেন।

পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকলেও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এবং তার অবস্থার অবনতি হওয়ার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।