কুমিল্লায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কাবিলা-মনিপুর এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি টিম মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল। রাত সোয়া ১টার দিকে কাবিলা-মনিপুর এলাকায় ৪টি মোটরসাইকেল যোগে একদল ডাকাত একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে। অস্ত্রের মুখে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে- কবির ইমন, রাকিবুল হাসান, শাহরিয়ার রায়হান, সাজ্জাত হোসেন ও নাজমুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক ২টি মামলা হয়েছে এবং বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

কুমিল্লায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কাবিলা-মনিপুর এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গত শুক্রবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি টিম মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছিল। রাত সোয়া ১টার দিকে কাবিলা-মনিপুর এলাকায় ৪টি মোটরসাইকেল যোগে একদল ডাকাত একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে। অস্ত্রের মুখে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে- কবির ইমন, রাকিবুল হাসান, শাহরিয়ার রায়হান, সাজ্জাত হোসেন ও নাজমুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক ২টি মামলা হয়েছে এবং বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।