দু’দিন পেছাল এসএসসি পরীক্ষা

শুরু হবে ৩ ফেব্রুয়ারি

১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষা। ঢাকা সিটি করপোরেশনের ভোটের সূচি পরিবর্তনের কারণে এই পরীক্ষার তারিখ দু’দিন পিছিয়ে দেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল রাতে সাংবাদিকদের পরীক্ষার সূচি পরিবর্তনের কথা জানান। আগামীকাল (আজ) এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষার নতুন রুটিন দেয়া হবে বলে জানান মন্ত্রী।

এবার এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ৮৭ হাজার ৫৫৪ জন কম।

আগের প্রকাশিত সূচি অনুযায়ী, ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল। সারাদেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষায় অংশ নেবে। বিগত বছরের মতো এবারও বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে সাত লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র এবং আট লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী। আর মাদ্রাসার দাখিলে এবার দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ ৩১ হাজার ২৮৫ জন এই পরীক্ষায় অংশ নেবে।

এবার ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন নিয়মিত পরীক্ষার্থীর সঙ্গে তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন অনিয়মিত এবং দুই লাখ ৮২ হাজার ৫৯৪ জন বিশেষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পাশাপাশি বিদেশের আটটি কেন্দ্রে ৩৪২ শিক্ষার্থী এসএসসিতে অংশ নেবে বলে জানান দীপু মনি।

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

দু’দিন পেছাল এসএসসি পরীক্ষা

শুরু হবে ৩ ফেব্রুয়ারি

নিজস্ব বার্তা পরিবেশক |

১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষা। ঢাকা সিটি করপোরেশনের ভোটের সূচি পরিবর্তনের কারণে এই পরীক্ষার তারিখ দু’দিন পিছিয়ে দেয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল রাতে সাংবাদিকদের পরীক্ষার সূচি পরিবর্তনের কথা জানান। আগামীকাল (আজ) এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষার নতুন রুটিন দেয়া হবে বলে জানান মন্ত্রী।

এবার এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে ৮৭ হাজার ৫৫৪ জন কম।

আগের প্রকাশিত সূচি অনুযায়ী, ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল। সারাদেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষায় অংশ নেবে। বিগত বছরের মতো এবারও বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে সাত লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র এবং আট লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী। আর মাদ্রাসার দাখিলে এবার দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ ৩১ হাজার ২৮৫ জন এই পরীক্ষায় অংশ নেবে।

এবার ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন নিয়মিত পরীক্ষার্থীর সঙ্গে তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন অনিয়মিত এবং দুই লাখ ৮২ হাজার ৫৯৪ জন বিশেষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পাশাপাশি বিদেশের আটটি কেন্দ্রে ৩৪২ শিক্ষার্থী এসএসসিতে অংশ নেবে বলে জানান দীপু মনি।