সিনেট অভিশংসন

ঝানু আইনজীবীদের নিয়ে বিচারের জন্য প্রস্তুত ট্রাম্প

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দানের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণে ঝানু কয়েকজন আইনজীবীর সহায়তা নিয়ে সিনেটের অভিসংশন (ইমপিচমেন্ট) বিচারের জন্য প্রস্তুত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের আত্মপক্ষ সমর্থনে তার পক্ষ হয়ে লড়তে যোগ দিচ্ছেন তিন প্রখ্যাত মার্কিন আইনজীবী। এদের মধ্যে একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসনের সময়কার বিশেষ কৌসুলি কেনেথ স্টার। আর বাকি দুই জন হচ্ছেন, সাংবিধানিক আইনজীবী অ্যালেন ডরশোউইজ এবং রবার্ট রে। ক্লিনটন আমলে ইন্ডিপেনডেন্ট কাউন্সিল কার্যালয়ে তিনি কেনেথ স্টারের উত্তরসূরি ছিলেন। বিবিসি, আল-জাজিরা, সিএনএন।

গতকাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যেই মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ৪৫তম এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পড়ে শোনানোর মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। এর আগে বুধবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেনটেটিভস) আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির পর অভিশংসন সংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। সিনেট সার্জেন্ট অব আর্মস মাইকেল স্ট্রেঞ্জার অভিশংসন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি পড়ে শোনান। এদিকে সিনেটে টাম্পের পক্ষ হয়ে লড়তে যে তিন আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে তাদের নেতৃত্ব দেবেন হোয়াইট হাউজের কাউন্সিল প্যাট সিপোলোন এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলো। তারা সিনেটে ট্রাম্পের পক্ষ থেকে বিবৃতি দেবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে এ উদ্বোধনী বিবৃতি দেয়া হতে পারে। ট্রাম্পের এ আইনি দলের এক মুখপাত্র বলেছেন, সিনেটের বিচারে মৌখিক যুক্তিতর্ক করবেন অ্যালেন ডরশোউইজ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হচ্ছেন। গত বুধবার প্রেসিডেন্টকে অভিশংসনের অভিযোগগুলো উচ্চকক্ষ সিনেটে পাঠানোর একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে ২২৮-১৯১ ভোটে পাস হয়। প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে; রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ উচ্চকক্ষে তা ‘একপ্রকার অসম্ভব’ বলেই ধারণা পর্যবেক্ষকদের।

তদন্ত ঘিরে বিপাকে প্রেসিডেন্ট : এদিকে সিনেটে অভিসংশন শুনানি শুরুর দিনই প্রেসিডেন্ট ট্রাম্পের অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেসের অধীনস্থ নজরদারি সংস্থা। অরাজনৈতিক এ সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ইউক্রেনের সামরিক সহায়তা সংক্রান্ত অনুদান আটকে দিয়ে আইন ভঙ্গ করেছে ট্রাম্পের প্রশাসন। ওই প্রতিবেদনে তারা সরাসরি অভিযোগের আঙুল তুলেছে ট্রাম্প সরকারের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) ও বাজেট বিভাগের দিকে। বর্তমান পরিস্থিতিতে এ অভিযোগটির তাৎপর্য অনেক। কারণ অভিশংসনের শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার মধ্যে অন্যতম -জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চাপ দিতেই ইউক্রেনের অনুদান আটকে দেন ট্রাম্প। তদন্ত কমিটির সামনে হাজির হয়ে এক প্রশাসনিক কর্তা তার বয়ানেও এ কথা জানিয়েছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মার্কিন কংগ্রেসে যদি কোন আইন পাস হয়ে থাকে, তা হলে প্রেসিডেন্ট ইচ্ছেমতো তাতে পরিবর্তন করতে পারেন না। ইউক্রেনের অনুদান আটকানোর কোন পদ্ধতিগত কারণ ছিল না। ফলে, এ সিদ্ধান্ত পুরোপুরিভাবেই আইনবিরুদ্ধ।’

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

সিনেট অভিশংসন

ঝানু আইনজীবীদের নিয়ে বিচারের জন্য প্রস্তুত ট্রাম্প

সংবাদ ডেস্ক |

image

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দানের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণে ঝানু কয়েকজন আইনজীবীর সহায়তা নিয়ে সিনেটের অভিসংশন (ইমপিচমেন্ট) বিচারের জন্য প্রস্তুত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের আত্মপক্ষ সমর্থনে তার পক্ষ হয়ে লড়তে যোগ দিচ্ছেন তিন প্রখ্যাত মার্কিন আইনজীবী। এদের মধ্যে একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসনের সময়কার বিশেষ কৌসুলি কেনেথ স্টার। আর বাকি দুই জন হচ্ছেন, সাংবিধানিক আইনজীবী অ্যালেন ডরশোউইজ এবং রবার্ট রে। ক্লিনটন আমলে ইন্ডিপেনডেন্ট কাউন্সিল কার্যালয়ে তিনি কেনেথ স্টারের উত্তরসূরি ছিলেন। বিবিসি, আল-জাজিরা, সিএনএন।

গতকাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যেই মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ৪৫তম এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পড়ে শোনানোর মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়। এর আগে বুধবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেনটেটিভস) আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির পর অভিশংসন সংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। সিনেট সার্জেন্ট অব আর্মস মাইকেল স্ট্রেঞ্জার অভিশংসন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি পড়ে শোনান। এদিকে সিনেটে টাম্পের পক্ষ হয়ে লড়তে যে তিন আইনজীবীকে নিয়োগ দেয়া হয়েছে তাদের নেতৃত্ব দেবেন হোয়াইট হাউজের কাউন্সিল প্যাট সিপোলোন এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলো। তারা সিনেটে ট্রাম্পের পক্ষ থেকে বিবৃতি দেবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে এ উদ্বোধনী বিবৃতি দেয়া হতে পারে। ট্রাম্পের এ আইনি দলের এক মুখপাত্র বলেছেন, সিনেটের বিচারে মৌখিক যুক্তিতর্ক করবেন অ্যালেন ডরশোউইজ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হচ্ছেন। গত বুধবার প্রেসিডেন্টকে অভিশংসনের অভিযোগগুলো উচ্চকক্ষ সিনেটে পাঠানোর একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে ২২৮-১৯১ ভোটে পাস হয়। প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে; রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ উচ্চকক্ষে তা ‘একপ্রকার অসম্ভব’ বলেই ধারণা পর্যবেক্ষকদের।

তদন্ত ঘিরে বিপাকে প্রেসিডেন্ট : এদিকে সিনেটে অভিসংশন শুনানি শুরুর দিনই প্রেসিডেন্ট ট্রাম্পের অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেসের অধীনস্থ নজরদারি সংস্থা। অরাজনৈতিক এ সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ইউক্রেনের সামরিক সহায়তা সংক্রান্ত অনুদান আটকে দিয়ে আইন ভঙ্গ করেছে ট্রাম্পের প্রশাসন। ওই প্রতিবেদনে তারা সরাসরি অভিযোগের আঙুল তুলেছে ট্রাম্প সরকারের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) ও বাজেট বিভাগের দিকে। বর্তমান পরিস্থিতিতে এ অভিযোগটির তাৎপর্য অনেক। কারণ অভিশংসনের শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার মধ্যে অন্যতম -জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চাপ দিতেই ইউক্রেনের অনুদান আটকে দেন ট্রাম্প। তদন্ত কমিটির সামনে হাজির হয়ে এক প্রশাসনিক কর্তা তার বয়ানেও এ কথা জানিয়েছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মার্কিন কংগ্রেসে যদি কোন আইন পাস হয়ে থাকে, তা হলে প্রেসিডেন্ট ইচ্ছেমতো তাতে পরিবর্তন করতে পারেন না। ইউক্রেনের অনুদান আটকানোর কোন পদ্ধতিগত কারণ ছিল না। ফলে, এ সিদ্ধান্ত পুরোপুরিভাবেই আইনবিরুদ্ধ।’