বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ খগেন্দ্রর মৃত্যু

হাঁটাচলায় সক্ষম বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ খগেন্দ্র থাপা মগর মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ বছর বয়সী এ নেপালির গত শুক্রবার মৃত্যু হয় বলে তার ভাই নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বিবিসি।

হাঁটাচলায় সক্ষম ও অক্ষম এ দুটি ভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খর্বাকৃতির মানুষ নির্বাচন করে থাকে। ফিলিপাইনের জুনরে বালাউইং চলতে ফিরতে অক্ষম ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ, তার উচ্চতা ২ ফুটের সামান্য নিচে। খগেন্দ্রর ১৮তম জন্মদিনে ২০১০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি দেয়। এদিকে অন্য একটি বার্তা সংস্থার বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, খগেন্দ্রর উচ্চতা ছিল ২ ফুট ২ দশমিক ৪১ ইঞ্চি। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। খগেন্দ্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। প্রতিষ্ঠানটির প্রধান সস্পাদক ক্রেইগ গেল্ডন্ডি বলেছেন, ‘তার (খগেন্দ্র) প্রাণোচ্ছল হাসি এতই সংক্রামক ছিল যে তা তার সঙ্গে দেখা হওয়া যে কারও হৃদয়েও সঞ্চারিত হতো।’ ২০১০ সালে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নেপালের বাগলুং জেলায় জন্ম নেয়া খগেন্দ্র বলেন, ‘আমি নিজেকে ছোট বলে মনে করি না, আমি বড় মানুষ।

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ খগেন্দ্রর মৃত্যু

সংবাদ ডেস্ক |

image

হাঁটাচলায় সক্ষম বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ খগেন্দ্র থাপা মগর মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ বছর বয়সী এ নেপালির গত শুক্রবার মৃত্যু হয় বলে তার ভাই নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বিবিসি।

হাঁটাচলায় সক্ষম ও অক্ষম এ দুটি ভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খর্বাকৃতির মানুষ নির্বাচন করে থাকে। ফিলিপাইনের জুনরে বালাউইং চলতে ফিরতে অক্ষম ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষ, তার উচ্চতা ২ ফুটের সামান্য নিচে। খগেন্দ্রর ১৮তম জন্মদিনে ২০১০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি দেয়। এদিকে অন্য একটি বার্তা সংস্থার বরাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, খগেন্দ্রর উচ্চতা ছিল ২ ফুট ২ দশমিক ৪১ ইঞ্চি। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। খগেন্দ্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। প্রতিষ্ঠানটির প্রধান সস্পাদক ক্রেইগ গেল্ডন্ডি বলেছেন, ‘তার (খগেন্দ্র) প্রাণোচ্ছল হাসি এতই সংক্রামক ছিল যে তা তার সঙ্গে দেখা হওয়া যে কারও হৃদয়েও সঞ্চারিত হতো।’ ২০১০ সালে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নেপালের বাগলুং জেলায় জন্ম নেয়া খগেন্দ্র বলেন, ‘আমি নিজেকে ছোট বলে মনে করি না, আমি বড় মানুষ।