ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ

আজ শেষ হচ্ছে ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ও বিভিন্ন দেশ থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি)। ১১ জানুয়ারি শুরু হওয়া এবারের উৎসবে ২২০টি চলচ্চিত্র নিয়ে ৭৪টি দেশের ৯৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানকে ধারণ করে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত

২২০টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি ছিল। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়-জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং সীমান্ত স্কোয়ার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়ত ছাড়া বাকি স্থানগুলোতে প্রদর্শনীর বিনিময়ে চরচ্চিত্রগুলো দেখানো হয়। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পেয়েছেন। আজ সমাপনী দিনেও বেশকিছু চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রাখে উৎসব কর্তৃপক্ষ।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন

বিকেল ৪টায় ‘সমাপনী অনুষ্ঠান’, সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরান, আফগানিস্তান ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ‘হাবা-মরিয়ম-আয়েশা’।।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ২.৩০মিনিট, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-সুদান, নরওয়ে ও ডেনমার্কের যৌথ প্রযোজনায় নির্মিত ‘খারতুম অফসাইড’, সংযুক্ত আরব আমিরাতের ‘রেসটিটিউড’, শ্রীলংকার ‘কারভেস’, সৌদি আরবের ‘গো ইন সাউথ’, দক্ষিণ কোরিয়ার ‘প্রক্সি এ্যাকজাম’ ও ’নাথিং চেইঞ্জ’, ইংল্যান্ড ও ইউক্রেনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আন্না’, আমেরিকার ‘স্টপ আস্কিং ফর পারমিশন’, ‘মাই বিলাভড ওয়াইফ’ ও ‘নিওন লাইটস’, নরওয়ের ’ব্লাড’, জার্মানির ‘আইডল’, তুরস্কের ‘চুকুর’, ফিলিস্তিনের ‘ভাইন লিভস’, রাশিয়ার ‘ মাই নেইম ইজ পেটওয়া’, মেক্সিকোর ‘ভিডিও টেপ’, পর্তুগালের ‘দ্যা সিক্রেট হিস্টোরি অব অ্যাভিয়েশন’, ইরানের ‘ইনার সেল্ফ’, ও ‘কামিং সোন’, ইংল্যান্ড ও নেপালের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আসমিনা’, কিরগিস্তানের’ টিচার’।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ‘স্টামার’, জার্মানির ‘ওয়ার্ল্ড ট্যাক্সি’ ও ‘দ্যা ওয়ান্ডারার’, রাশিয়ার ‘থ্রো এ ব্লাক গ্লাস’, বাংলাদেশের ‘চন্দ্রবাতি কথা’।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন :

সকাল ১০.৩০ মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও ৫টায় প্রদর্শিত হবে-কসোভোর ‘লাভ এন্ড সি্লপ’, সলোমন দ্বীপপুঞ্জ, বুলগেরিয়া ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘ওয়ানটক্স’, ইরানের ‘লাইফ এগেইন’ ও ‘ডার্ক্কব’।

জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন :

সকাল ১০.৩০মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫.৩০ মিনিটে প্রদর্শিত হবে-চীনের ‘অন দ্যা বর্ডার’ ও ‘ফাইন্ড মাই ওয়ে’, তিউনেশিয়া ও বেলজিয়ামের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফাত্তাহ’, নরওয়ের ‘হোয়াট উইল পিপল স্যে’, বসনিয়া, হারজেগোবেনিয়া, সিরিয়া ও সুইডেনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ইন ইউর হ্যান্ডস’, কানাডার ‘হোয়াট কালার ডু ইউ সি এস ব্লু’, কলম্বিয়া ও জার্র্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্যা ফেয়ার ওয়েল অব জুয়ান অ্যান্ড জুয়ান’, মিসরের ‘ওয়াহেদ’।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি :

দুপুর ১.১০ মিনিট ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভারতের ‘হিল্লারু’, সন্ধ্যা ৫.২৫ মিনিটে শ্রীলঙ্কার ‘সুনামি’, সকাল ১০.৫০ মিনিটে ভারতের ‘ফাইনালি ভালোবাসা’, বিকেল ৩.৩৫ মিনিটে ইরানের ‘তাল্লা’।

সীমান্ত স্কোয়ার :

সকাল ১০.৫০ মিনিট ও বিকেল ৪টায় রাত ৮.১৫ মিনিটে ভারতের ‘অ্যান্ড দ্যা অস্কার গোওস টু’, দুপুর ১.৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে-ভারতের ‘জোসেফ ব্রন ইন গ্রেস’।

আরও খবর
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে
নারী শিক্ষার প্রসারে বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু হ্রাস পাবে
আজ আখেরি মোনাজাত
ধনীদের অন্যায্য কর ছাড়
যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম পররাষ্ট্রমন্ত্রী
বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নান আর নেই
প্রতারণার ফাঁদ দেখছে ঐক্যফ্রন্ট
রওশনের ওপর ক্ষুব্ধ রংপুরের জাপা নেতাকর্মীরা
‘শ্রাবণ ট্র্যাজেডি’র মঞ্চায়ন আজ
বলিউড অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় আহত
শিল্পকলায় জমজমাট বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব
অতিরিক্ত ওজনবাহী ট্রাকে ডুবে গেছে ফেরির পন্টুন
গ্রেফতার হয়নি অধিকাংশ আসামি
আমতলীতে সন্তানকে পানিতে ফেলে হত্যা করে বাবার দায় স্বীকার

রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ , ৫ মাঘ ১৪২৬, ২১ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

আজ শেষ হচ্ছে ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ও বিভিন্ন দেশ থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি)। ১১ জানুয়ারি শুরু হওয়া এবারের উৎসবে ২২০টি চলচ্চিত্র নিয়ে ৭৪টি দেশের ৯৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানকে ধারণ করে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত

২২০টি চলচ্চিত্রের মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র ২৬টি ছিল। চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়-জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ, মধুমিতা সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি এবং সীমান্ত স্কোয়ার হলে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়ত ছাড়া বাকি স্থানগুলোতে প্রদর্শনীর বিনিময়ে চরচ্চিত্রগুলো দেখানো হয়। তবে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে জাতীয় জাদুঘরের প্রধান ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পেয়েছেন। আজ সমাপনী দিনেও বেশকিছু চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রাখে উৎসব কর্তৃপক্ষ।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন

বিকেল ৪টায় ‘সমাপনী অনুষ্ঠান’, সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরান, আফগানিস্তান ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ‘হাবা-মরিয়ম-আয়েশা’।।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ২.৩০মিনিট, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-সুদান, নরওয়ে ও ডেনমার্কের যৌথ প্রযোজনায় নির্মিত ‘খারতুম অফসাইড’, সংযুক্ত আরব আমিরাতের ‘রেসটিটিউড’, শ্রীলংকার ‘কারভেস’, সৌদি আরবের ‘গো ইন সাউথ’, দক্ষিণ কোরিয়ার ‘প্রক্সি এ্যাকজাম’ ও ’নাথিং চেইঞ্জ’, ইংল্যান্ড ও ইউক্রেনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আন্না’, আমেরিকার ‘স্টপ আস্কিং ফর পারমিশন’, ‘মাই বিলাভড ওয়াইফ’ ও ‘নিওন লাইটস’, নরওয়ের ’ব্লাড’, জার্মানির ‘আইডল’, তুরস্কের ‘চুকুর’, ফিলিস্তিনের ‘ভাইন লিভস’, রাশিয়ার ‘ মাই নেইম ইজ পেটওয়া’, মেক্সিকোর ‘ভিডিও টেপ’, পর্তুগালের ‘দ্যা সিক্রেট হিস্টোরি অব অ্যাভিয়েশন’, ইরানের ‘ইনার সেল্ফ’, ও ‘কামিং সোন’, ইংল্যান্ড ও নেপালের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আসমিনা’, কিরগিস্তানের’ টিচার’।

জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন :

সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রদর্শিত হবে-ইরানের ‘স্টামার’, জার্মানির ‘ওয়ার্ল্ড ট্যাক্সি’ ও ‘দ্যা ওয়ান্ডারার’, রাশিয়ার ‘থ্রো এ ব্লাক গ্লাস’, বাংলাদেশের ‘চন্দ্রবাতি কথা’।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন :

সকাল ১০.৩০ মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও ৫টায় প্রদর্শিত হবে-কসোভোর ‘লাভ এন্ড সি্লপ’, সলোমন দ্বীপপুঞ্জ, বুলগেরিয়া ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘ওয়ানটক্স’, ইরানের ‘লাইফ এগেইন’ ও ‘ডার্ক্কব’।

জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তন :

সকাল ১০.৩০মিনিট, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫.৩০ মিনিটে প্রদর্শিত হবে-চীনের ‘অন দ্যা বর্ডার’ ও ‘ফাইন্ড মাই ওয়ে’, তিউনেশিয়া ও বেলজিয়ামের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফাত্তাহ’, নরওয়ের ‘হোয়াট উইল পিপল স্যে’, বসনিয়া, হারজেগোবেনিয়া, সিরিয়া ও সুইডেনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ইন ইউর হ্যান্ডস’, কানাডার ‘হোয়াট কালার ডু ইউ সি এস ব্লু’, কলম্বিয়া ও জার্র্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্যা ফেয়ার ওয়েল অব জুয়ান অ্যান্ড জুয়ান’, মিসরের ‘ওয়াহেদ’।

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি :

দুপুর ১.১০ মিনিট ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভারতের ‘হিল্লারু’, সন্ধ্যা ৫.২৫ মিনিটে শ্রীলঙ্কার ‘সুনামি’, সকাল ১০.৫০ মিনিটে ভারতের ‘ফাইনালি ভালোবাসা’, বিকেল ৩.৩৫ মিনিটে ইরানের ‘তাল্লা’।

সীমান্ত স্কোয়ার :

সকাল ১০.৫০ মিনিট ও বিকেল ৪টায় রাত ৮.১৫ মিনিটে ভারতের ‘অ্যান্ড দ্যা অস্কার গোওস টু’, দুপুর ১.৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে-ভারতের ‘জোসেফ ব্রন ইন গ্রেস’।