ফুলবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও গ্রেফতার ১

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার এক গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৩।

এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি আব্দুল জলিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল জলিল উপজেলার পৌর এলাকার দক্ষিণ সুজাপুর গ্রামের প্রয়াত বছির উদ্দিনের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে প্রতিবেশী আব্দুল জলিলের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের সূত্র ধরে ২০১৯ সালের ৫ জানুয়ারি সকালে ওই গৃহবধূকে প্রতিবেশী আব্দুল জলিল নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় আব্দুল জলিল ও তার সহযোগী একই এলাকার মোস্তাকিমের ছেলে আব্দুর রহিম (৩০) ওই গৃহবধূর সঙ্গে দৈহিক মেলামেশা করেন। আব্দুল জলিল গোপনে ভিডিও ক্যামেরা বসিয়ে দৈহিক মেলামেশার নগ্ন ভিডিও চিত্র ধারণ করেন। ওই ঘটনার পর আব্দুল জলিল গোপনে ধারণকৃত নগ্ন ভিডিওটি ওই গৃহবধূকে দেখিয়ে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার অর্থ না পেলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। আব্দুল জলিলের হুমকির মুখে এবং নিজের মানসম্মান রক্ষায় বাধ্য হয়ে ২০১৯ সালের ৭ জানুয়ারি তারিখে আব্দুল জলিলকে ৩০ হাজার টাকা দিয়ে ভিডিওটি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ভিডিওটি না দিয়ে উপরন্তু আরও টাকা দাবি করে জলিল ও তার সহযোগী আব্দুর রহিম।

থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে আব্দুল জলিল, আব্দুর রহিম ও শামীম নামের তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৩ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮/২/৩ ধারায় থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলা সূত্র ধরে গত শুক্রবার (১৭ জানুয়ারি) মামলার প্রধান আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর
শেখ হাসিনা সেতুতে দুই বছরেই ঢালাই উঠে গর্ত ! দুর্ঘটনার আশঙ্কা
১৪ বছর পর মামলার রায়
নোয়াখালীতে নকল বৈদ্যুতিক তার বিক্রি : দণ্ডিত ৪
টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় নব-নির্মিত ভবন ভাঙচুর
নিজ জেলায় অবহেলিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র স্মৃতি স্থাপনাগুলো
বিকাশে প্রতারণা ২৪ হাজার হারিয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
সখীপুরে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন
ফাতরার বনাঞ্চলে বিলুপ্তপ্রায় জন্তু দেখতে পর্যটকদের ভিড়
মধুপুরে আকাশি গ্রন্থাগার বিজ্ঞান ক্লাবের বৃত্তি প্রদান
ভালুকায় যুবককে থানায় আটকে জমি দখল
ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

ফুলবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও গ্রেফতার ১

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার এক গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১৩।

এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি আব্দুল জলিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল জলিল উপজেলার পৌর এলাকার দক্ষিণ সুজাপুর গ্রামের প্রয়াত বছির উদ্দিনের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর সঙ্গে প্রতিবেশী আব্দুল জলিলের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের সূত্র ধরে ২০১৯ সালের ৫ জানুয়ারি সকালে ওই গৃহবধূকে প্রতিবেশী আব্দুল জলিল নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় আব্দুল জলিল ও তার সহযোগী একই এলাকার মোস্তাকিমের ছেলে আব্দুর রহিম (৩০) ওই গৃহবধূর সঙ্গে দৈহিক মেলামেশা করেন। আব্দুল জলিল গোপনে ভিডিও ক্যামেরা বসিয়ে দৈহিক মেলামেশার নগ্ন ভিডিও চিত্র ধারণ করেন। ওই ঘটনার পর আব্দুল জলিল গোপনে ধারণকৃত নগ্ন ভিডিওটি ওই গৃহবধূকে দেখিয়ে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার অর্থ না পেলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। আব্দুল জলিলের হুমকির মুখে এবং নিজের মানসম্মান রক্ষায় বাধ্য হয়ে ২০১৯ সালের ৭ জানুয়ারি তারিখে আব্দুল জলিলকে ৩০ হাজার টাকা দিয়ে ভিডিওটি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ভিডিওটি না দিয়ে উপরন্তু আরও টাকা দাবি করে জলিল ও তার সহযোগী আব্দুর রহিম।

থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে আব্দুল জলিল, আব্দুর রহিম ও শামীম নামের তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/৩ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮/২/৩ ধারায় থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলা সূত্র ধরে গত শুক্রবার (১৭ জানুয়ারি) মামলার প্রধান আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।