বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় নব-নির্মিত ভবন ভাঙচুর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামে নব-নির্মিত ভবনে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাথরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামে দিদারুল আলমের সঙ্গে একই এলাকার মাইনুদ্দিন তারেক গংদের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে দিদারুল আলমের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায় মাইনুদ্দিন তারেকসহ ৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল। এ সময় তারা বাড়ির লোকজনদের মারধর করে নব-নির্মিত ভবনের ২য় তলার সেন্টারিংয়ের সমস্ত বাঁশ, তক্তা ও তিন সহস্র্রাধিক ইট পার্শ্ববর্তী পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। এছাড়াও নির্মাণ কাজে ব্যবহারের জন্য রক্ষিত বিপুল পরিমাণ লোহার রড লুট করে নিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দিদারুল আলমের স্ত্রী আনজুমান আরা বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আনজুমান আরা বেগম বলেন, ‘জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মাইনুদ্দিন তারেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা আমাদের বাড়ির ২য় তলার সেন্টারিংয়ের সমস্ত মালামাল তছনছ করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। নির্মাণ কাজের জন্য রক্ষিত বিপুল পরিমাণ লোহার রড লুট করে নিয়ে গিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।’ বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, ‘কাথরিয়া বাগমারা এলাকায় বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও খবর
শেখ হাসিনা সেতুতে দুই বছরেই ঢালাই উঠে গর্ত ! দুর্ঘটনার আশঙ্কা
ফুলবাড়ীতে গৃহবধূর অশ্লীল ভিডিও গ্রেফতার ১
১৪ বছর পর মামলার রায়
নোয়াখালীতে নকল বৈদ্যুতিক তার বিক্রি : দণ্ডিত ৪
টঙ্গীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
নিজ জেলায় অবহেলিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’র স্মৃতি স্থাপনাগুলো
বিকাশে প্রতারণা ২৪ হাজার হারিয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
সখীপুরে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন
ফাতরার বনাঞ্চলে বিলুপ্তপ্রায় জন্তু দেখতে পর্যটকদের ভিড়
মধুপুরে আকাশি গ্রন্থাগার বিজ্ঞান ক্লাবের বৃত্তি প্রদান
ভালুকায় যুবককে থানায় আটকে জমি দখল
ঘাটাইলে কমলা চাষে অভাবিত সাফল্য

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় নব-নির্মিত ভবন ভাঙচুর

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামে নব-নির্মিত ভবনে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাথরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামে দিদারুল আলমের সঙ্গে একই এলাকার মাইনুদ্দিন তারেক গংদের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে দিদারুল আলমের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায় মাইনুদ্দিন তারেকসহ ৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল। এ সময় তারা বাড়ির লোকজনদের মারধর করে নব-নির্মিত ভবনের ২য় তলার সেন্টারিংয়ের সমস্ত বাঁশ, তক্তা ও তিন সহস্র্রাধিক ইট পার্শ্ববর্তী পুকুরের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। এছাড়াও নির্মাণ কাজে ব্যবহারের জন্য রক্ষিত বিপুল পরিমাণ লোহার রড লুট করে নিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দিদারুল আলমের স্ত্রী আনজুমান আরা বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আনজুমান আরা বেগম বলেন, ‘জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মাইনুদ্দিন তারেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা আমাদের বাড়ির ২য় তলার সেন্টারিংয়ের সমস্ত মালামাল তছনছ করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। নির্মাণ কাজের জন্য রক্ষিত বিপুল পরিমাণ লোহার রড লুট করে নিয়ে গিয়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।’ বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, ‘কাথরিয়া বাগমারা এলাকায় বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’