কাস্টমস দিবসে তিশার ‘পরী ও পানির বোতল’

আগামী ২৬ জানুয়ারি কাস্টমস দিবস। আর এই বিশেষ দিবসের নাটক ‘পরী ও পানির বোতল’-এ অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। নাটকটি রচনা করেছেন জামাল হোসেন। পরিচালনা করেছেন মাসুম শাহরীয়ার। আগামী ২৬ জানুয়ারি রাত ৮.১৫ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার জামাল হোসেন বলেন, ‘মাদক চোরাচালান কারীদের পরিকল্পনা এবং তাদের সেই পরিকল্পনা কীভাবে কাস্টমস ইন্টেলিজেন্সদের মাধ্যমে ভুণ্ডুল হয় এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রেম, ভালোবাসা এবং প্রেম ভালোবাসার দ্বন্দ্বকেও উপস্থাপন করা হয়েছে।

নাটকটিকে তিশা এবং মোশাররফ করিম খুব ভালো অভিনয় করেছেন। অবশ্য তারা দু’জনই জাত অভিনয়শিল্পী। স্বাভাবিকভাবেই তারা ভালো অভিনয় করেন। নির্মাতা মাসুম শাহরীয়ারও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে তিশা জয়া চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে তিশা ভালোবাসা দিবসের জন্য ‘লজ্জা’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ সিনেমাটি। শেষ করেছেন তিশা মুকুল রায় চৌধুরীর ‘হলুদবণি’ সিনেমার কাজ।

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

কাস্টমস দিবসে তিশার ‘পরী ও পানির বোতল’

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ২৬ জানুয়ারি কাস্টমস দিবস। আর এই বিশেষ দিবসের নাটক ‘পরী ও পানির বোতল’-এ অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। নাটকটি রচনা করেছেন জামাল হোসেন। পরিচালনা করেছেন মাসুম শাহরীয়ার। আগামী ২৬ জানুয়ারি রাত ৮.১৫ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার জামাল হোসেন বলেন, ‘মাদক চোরাচালান কারীদের পরিকল্পনা এবং তাদের সেই পরিকল্পনা কীভাবে কাস্টমস ইন্টেলিজেন্সদের মাধ্যমে ভুণ্ডুল হয় এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রেম, ভালোবাসা এবং প্রেম ভালোবাসার দ্বন্দ্বকেও উপস্থাপন করা হয়েছে।

নাটকটিকে তিশা এবং মোশাররফ করিম খুব ভালো অভিনয় করেছেন। অবশ্য তারা দু’জনই জাত অভিনয়শিল্পী। স্বাভাবিকভাবেই তারা ভালো অভিনয় করেন। নির্মাতা মাসুম শাহরীয়ারও বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে তিশা জয়া চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে তিশা ভালোবাসা দিবসের জন্য ‘লজ্জা’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ সিনেমাটি। শেষ করেছেন তিশা মুকুল রায় চৌধুরীর ‘হলুদবণি’ সিনেমার কাজ।