আইরিন পারভীন লোপার

৫০তম জন্মদিন উদযাপন

১৭ জানুয়ারি ছিল নাট্য নির্দেশক আইরিন পারভীন লোপার ৫০তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিলেকোঠায় কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এই আয়োজনে নাট্যাঙ্গনের বিশিষ্ট জন ও নাট্য সংগঠনের কর্মীরা উপস্থিত হয়ে আইরিন পারভীন লোপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বিভিন্ন নাট্য সংগঠনের পক্ষ থেকেও এই নির্দেশককে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নাট্য সংগঠনের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, ঝুনা চৌধুরী প্রমুখ।

পুরানো ঢাকার অতান্ত সংস্কৃতিমালা সমভ্রান্ত মুসলিম পরিবারে ১৭ জানুয়ারি ১৯৭০ সালে আইরিন পারভীন লোপার জন্ম। বাবা মৃত খলিলুর রহমান, মাতামৃত জিলফাতুন নেছা । মাত্র পাঁচ বছর বয়স থেকে মঞ্চে গান পরিবেশনের মধ্যে দিয়ে সংস্কৃতি অঙ্গনে বিচরণ। পরবর্তীতে পুরান ঢাকার নাট্যদল প্রতিদ্বন্দ্বীর নাটকে মাত্র সাড়ে পাঁচ বছর বয়সে মঞ্চে অভিনয় করেন। ছয় বছর বয়স থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে সংস্কৃতি অঙ্গনে পদচারণার শুরু হয়। কৈশোর উত্তীর্ণ হওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে পুনরায় থিয়েটারের (আরামবাগ) হয়ে মঞ্চে অভিনয় আরম্ভ করেন। ১৯৯৩ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ লাভ করেন। নাট্যকলায় অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক অর্জন করেন। ভারতের প্রখ্যাত নাট্যজন অধ্যাপক অশোক মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে।

২০১০ সালে কয়েকজন সমমনা নাট্য বন্ধুদের নিয়ে গঠন করেন পেশাদারী নাট্যচর্চার নাট্যদল ‘নাট্যম রেপাটরি’। মঞ্চে প্রায় ৮৫টির অধিক নাটকের পোশাক পরিকল্পনার কাজ করেছেন, মঞ্চ পরিকল্পনা করেছেন ১৪টিতে, আলোক পরিকল্পনা করেছেন ১৫টিতে, নির্দেশনা দিয়েছেন ৩১টি নাটকে, মঞ্চে অভিনয় করেছেন ৩০টির অধিক নাটকে। বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে চার শতাধিক খ- ও শতাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইন্সট্রাকটর (উপ-পরিচালক) হিসেবে কর্মরত আছেন আইরিন পারভীন লোপা।

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

আইরিন পারভীন লোপার

৫০তম জন্মদিন উদযাপন

বিনোদন প্রতিবেদক |

image

১৭ জানুয়ারি ছিল নাট্য নির্দেশক আইরিন পারভীন লোপার ৫০তম জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিলেকোঠায় কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এই আয়োজনে নাট্যাঙ্গনের বিশিষ্ট জন ও নাট্য সংগঠনের কর্মীরা উপস্থিত হয়ে আইরিন পারভীন লোপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বিভিন্ন নাট্য সংগঠনের পক্ষ থেকেও এই নির্দেশককে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নাট্য সংগঠনের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, ঝুনা চৌধুরী প্রমুখ।

পুরানো ঢাকার অতান্ত সংস্কৃতিমালা সমভ্রান্ত মুসলিম পরিবারে ১৭ জানুয়ারি ১৯৭০ সালে আইরিন পারভীন লোপার জন্ম। বাবা মৃত খলিলুর রহমান, মাতামৃত জিলফাতুন নেছা । মাত্র পাঁচ বছর বয়স থেকে মঞ্চে গান পরিবেশনের মধ্যে দিয়ে সংস্কৃতি অঙ্গনে বিচরণ। পরবর্তীতে পুরান ঢাকার নাট্যদল প্রতিদ্বন্দ্বীর নাটকে মাত্র সাড়ে পাঁচ বছর বয়সে মঞ্চে অভিনয় করেন। ছয় বছর বয়স থেকে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে সংস্কৃতি অঙ্গনে পদচারণার শুরু হয়। কৈশোর উত্তীর্ণ হওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে পুনরায় থিয়েটারের (আরামবাগ) হয়ে মঞ্চে অভিনয় আরম্ভ করেন। ১৯৯৩ সালে ভারত সরকারের বৃত্তি পেয়ে পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ লাভ করেন। নাট্যকলায় অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক অর্জন করেন। ভারতের প্রখ্যাত নাট্যজন অধ্যাপক অশোক মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে।

২০১০ সালে কয়েকজন সমমনা নাট্য বন্ধুদের নিয়ে গঠন করেন পেশাদারী নাট্যচর্চার নাট্যদল ‘নাট্যম রেপাটরি’। মঞ্চে প্রায় ৮৫টির অধিক নাটকের পোশাক পরিকল্পনার কাজ করেছেন, মঞ্চ পরিকল্পনা করেছেন ১৪টিতে, আলোক পরিকল্পনা করেছেন ১৫টিতে, নির্দেশনা দিয়েছেন ৩১টি নাটকে, মঞ্চে অভিনয় করেছেন ৩০টির অধিক নাটকে। বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে চার শতাধিক খ- ও শতাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইন্সট্রাকটর (উপ-পরিচালক) হিসেবে কর্মরত আছেন আইরিন পারভীন লোপা।