লেখক পরিচয়ে আসছেন আসিফ

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গানের গায়ক আসিফ আকবর। গায়ক পরিচয়ের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালের শেষে এসে তার নামের আগে যুক্ত করেন নায়ক। মানে, গায়ক থেকে নায়ক। এবার দিলেন আরও এক নতুন বার্তা। গায়ক-নায়কের পর এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন আসিফ। নিজের লেখালেখি এবং আসন্ন বই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই গায়ক। সেখানে তিনি লেখেন, লেখালেখি আমার কাজ নয়, আমি পড়তে ভালোবাসি। এবার সেটা যে কোন বই, ধর্মগ্রন্থ কিংবা পত্রিকা হতে পারে, অংক-বিজ্ঞান ছাড়া। ছোটবেলা থেকেই লাইব্রেরি যাওয়া আসার চর্চা ছিল। আমার নিজেরও বড় লাইব্রেরি রয়েছে। আমাদের পরিবারে সবারই কম-বেশি পড়াশোনার অভ্যাস আছে। বিশেষ করে আম্মার কাছ থেকেই আমাদের এই চর্চাটা শেখা। আমাদের ছোট্ট গ্রামটির নাম পোটকরা। আমার শৈশব-কৈশোরের দুরন্ত সময়গুলো কেটেছে পোটকরায়। কুমিল্লা শহরে পড়াশোনা এবং বেড়ে উঠলেও পোটকরার মাটির সোঁদা গন্ধ আজও আমার গায়ে মেখে আছে। ঔপন্যাসিক সাদাত হোসাইনের উৎসাহে শেষ পর্যন্ত আমার বই ‘পোটকরা টু ম্যানহাটান’ আসছে ২০২০ সালের বইমেলায়।

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

লেখক পরিচয়ে আসছেন আসিফ

বিনোদন প্রতিবেদক |

image

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গানের গায়ক আসিফ আকবর। গায়ক পরিচয়ের গণ্ডি পেরিয়ে ২০১৯ সালের শেষে এসে তার নামের আগে যুক্ত করেন নায়ক। মানে, গায়ক থেকে নায়ক। এবার দিলেন আরও এক নতুন বার্তা। গায়ক-নায়কের পর এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন আসিফ। নিজের লেখালেখি এবং আসন্ন বই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই গায়ক। সেখানে তিনি লেখেন, লেখালেখি আমার কাজ নয়, আমি পড়তে ভালোবাসি। এবার সেটা যে কোন বই, ধর্মগ্রন্থ কিংবা পত্রিকা হতে পারে, অংক-বিজ্ঞান ছাড়া। ছোটবেলা থেকেই লাইব্রেরি যাওয়া আসার চর্চা ছিল। আমার নিজেরও বড় লাইব্রেরি রয়েছে। আমাদের পরিবারে সবারই কম-বেশি পড়াশোনার অভ্যাস আছে। বিশেষ করে আম্মার কাছ থেকেই আমাদের এই চর্চাটা শেখা। আমাদের ছোট্ট গ্রামটির নাম পোটকরা। আমার শৈশব-কৈশোরের দুরন্ত সময়গুলো কেটেছে পোটকরায়। কুমিল্লা শহরে পড়াশোনা এবং বেড়ে উঠলেও পোটকরার মাটির সোঁদা গন্ধ আজও আমার গায়ে মেখে আছে। ঔপন্যাসিক সাদাত হোসাইনের উৎসাহে শেষ পর্যন্ত আমার বই ‘পোটকরা টু ম্যানহাটান’ আসছে ২০২০ সালের বইমেলায়।