দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙ্গামাটির লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের বান্দরতলা ছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গতকাল পান্ডব চাকমা (২৭) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের দুর্গম বান্দরতলা ছড়া এলাকায় জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের কর্মী অর্জুন চাকমা (৩০) ও পান্ডব চাকমা (২৭) সংগঠনিক কাজে যান। এ সময় একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্যে গুলি করলে ঘটনাস্থলে পান্ডব চাকমা মারা যান। তবে তার সঙ্গে থাকা অর্জুন পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি থানা শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমিতাব চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, এনএম লারমা গ্রুপের মধ্যে দলীয় কারনে এই ঘটনা ঘটেছে। সে এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

লংগদু থানার ওসি সৈয়দ মো. নূর জানান, ঘটনাটি শুনেছি স্থানীয় লোকজনদের কাছ থেকে। ঘটনা শোনার পর সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

রাঙ্গামাটি

দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত

পার্বত্য অঞ্চল প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের বান্দরতলা ছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গতকাল পান্ডব চাকমা (২৭) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের দুর্গম বান্দরতলা ছড়া এলাকায় জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের কর্মী অর্জুন চাকমা (৩০) ও পান্ডব চাকমা (২৭) সংগঠনিক কাজে যান। এ সময় একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্যে গুলি করলে ঘটনাস্থলে পান্ডব চাকমা মারা যান। তবে তার সঙ্গে থাকা অর্জুন পালিয়ে যেতে সক্ষম হন। এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি থানা শাখার তথ্য ও প্রচার সম্পাদক অমিতাব চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপকে দায়ী করেছেন। তবে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, এনএম লারমা গ্রুপের মধ্যে দলীয় কারনে এই ঘটনা ঘটেছে। সে এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

লংগদু থানার ওসি সৈয়দ মো. নূর জানান, ঘটনাটি শুনেছি স্থানীয় লোকজনদের কাছ থেকে। ঘটনা শোনার পর সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।