ভৈরব নদে কয়লাবোঝাই কার্গোডুবি

যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় ভৈরব নদে এমভি মরু দুলাল (এম-১০১৯৩) নামের কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে।গতকাল দুপুরে উপজেলার ভৈরব নদের তামিম ঘাটে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স সাউথ আফ্রিকা থেকে মংলা বন্দর দিয়ে কয়লা আমদানি করে। আমদানিকৃত প্রায় ৪৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্ট থেকে এমভি মরু দুলাল কার্গোটি নওয়াপাড়া নৌ-বন্দরের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে কার্গোটি নওয়াপাড়ার ভৈরব নদের তামিম ঘাটে নোঙ্গর করে।

গতকাল সকালে কার্গোর তলদেশ ফেটে গেলে জোয়ারের সময় ওই তলদেশ দিয়ে কার্গোর হ্যাজে ও ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে কার্গোটি নদীতে ডুবে যায়।

আমদানিকারক শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমভি মরু দুলাল কার্গোটিতে প্রায় ৪৫০ টন কয়লা ছিল। উদ্ধার তৎপরতার কাজ চলছে। অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমভি মরু দুলালের মাস্টার ফশিয়ার রহমান কচি বলেন, তামিম ঘাটে নোঙ্গর করার সময় নদীতে ভাটা ছিল। যে কারণে নদীর তলদেশের সঙ্গে কার্গোর আঘাত লাগে এবং ফাটল ধরে কার্গোটি চোখের সামনে নদীতে তলিয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি কোটি টাকা।

আরও খবর
ছাত্রলীগের দুঃসময়ে মান্নান দক্ষতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী
মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় শেষ বিশ্ব ইজতেমা
নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অপকৌশল : ফখরুল
ভাড়া পায় অ্যালামনাই-ব্যাংক খেলাবঞ্চিত শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ৪ আসামির জামিন বাতিল
সমৃদ্ধির জন্য শিক্ষিত জনগণ বেশি কার্যকর : কৃষিমন্ত্রী
নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী
সুলতান মেলায় আন্তর্জাতিক আর্টক্যাম্প শুরু
শরিয়তপুর ফেনী ও নওগাঁ জেলার পরিবেশনা আজ
এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রথম আলো সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার না করার নির্দেশ
আদালতে ৩৬ লাখ মামলা বিচারাধীন
সব জেলায় চক্ষু সেবা কেন্দ্র হবে স্বাস্থ্যমন্ত্রী
সাবেক কাস্টমস কর্মকর্তা শফিকুলের ৫ কোটি টাকার অবৈধ সম্পদ

সোমবার, ২০ জানুয়ারী ২০২০ , ৬ মাঘ ১৪২৬, ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

ভৈরব নদে কয়লাবোঝাই কার্গোডুবি

যশোর অফিস

যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় ভৈরব নদে এমভি মরু দুলাল (এম-১০১৯৩) নামের কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে।গতকাল দুপুরে উপজেলার ভৈরব নদের তামিম ঘাটে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স সাউথ আফ্রিকা থেকে মংলা বন্দর দিয়ে কয়লা আমদানি করে। আমদানিকৃত প্রায় ৪৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্ট থেকে এমভি মরু দুলাল কার্গোটি নওয়াপাড়া নৌ-বন্দরের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে কার্গোটি নওয়াপাড়ার ভৈরব নদের তামিম ঘাটে নোঙ্গর করে।

গতকাল সকালে কার্গোর তলদেশ ফেটে গেলে জোয়ারের সময় ওই তলদেশ দিয়ে কার্গোর হ্যাজে ও ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে কার্গোটি নদীতে ডুবে যায়।

আমদানিকারক শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমভি মরু দুলাল কার্গোটিতে প্রায় ৪৫০ টন কয়লা ছিল। উদ্ধার তৎপরতার কাজ চলছে। অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমভি মরু দুলালের মাস্টার ফশিয়ার রহমান কচি বলেন, তামিম ঘাটে নোঙ্গর করার সময় নদীতে ভাটা ছিল। যে কারণে নদীর তলদেশের সঙ্গে কার্গোর আঘাত লাগে এবং ফাটল ধরে কার্গোটি চোখের সামনে নদীতে তলিয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি কোটি টাকা।