ধলেশ্বরীর বুকে জল নয় ধান

এক সময়ে উন্মুক্ত স্রোতবহ ধলেশ্বরী নদীতে অসংখ্য চর পড়ে বর্তমানে বোর ধানের জমি পরিণত হয়েছে। যেমন নেই নদীর উন্মুক্ততা তেমনি নেই পানি। ফলে নদীর তীরবর্তী জেলেদের চলছে দুর্দিন। এমনকি মাঝেমধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকাও আটকা পড়ে ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার থেকে প্রবাহিত মেঘনা হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ও হাওর উপজেলা অষ্টগ্রাম উপজেলা সীমান্তে এসে কালনী কুশিয়ারা নদীতে মিলিত হয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম ধারণ করেছে। এই মেঘনা নদীর তীরবর্তী ব্র্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর, ডুবাজাইলের উত্তরদিকে বেকে কিশোরগঞ্জের বাজিতপুরের হুমায়ুনপুর হয়ে অষ্টগ্রামের ভাটিরনগর, দেওঘর, কাস্তুল সদর হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নাম ধারণ করে ইকুরদিয়া মেঘনা মিলিত হয়েছে। এছাড়াও পর্যাপ্ত গভীর এ নদীর বেশ বড়। কয়েকটি হাওরে বোর উৎপাদনের সেচের মাধ্যমে পানি সরবরাহ করে প্রচুর পরিমাণ ধান উৎপাদনে বেশ সুখেই দিনাতিপাত করত স্থানীয় কৃষকেরা। এবং সরকারিভাবেও আদায় হতো বিপুল পরিমাণের রাজস্বসহ জেলা প্রসাশক এই নদীটি উজারা দিতেন বলে জানা যায়। এই নদী দিয়ে অষ্টগ্রাম থেকে ভৈরব বাজার, কুলিয়ারচর যাত্রী লঞ্চসহ অগণিত যন্ত্রচালিত নৌকা, কার্গো ইত্যাদি চলাচল করত। এছাড়াও ভৈরব বাজার, আশুগঞ্জ ইত্যাদি নদী বন্দরে পণ্য সরবরাহ করা হতো। গত ৫-৭ বছরে পলি পড়ে ধলেশ্বরী নদীতে মাটি ভরাট হয়ে নদীর নাব্যতা হ্রাস পেতে থাকে । বর্তমানে অষ্টগ্রামের ভাটিরনগরের উত্তরে মেঘনা ও ধলেশ্বরীর সংযোগস্থল জেগে উঠা চর হুমায়ুনপুর, কাস্তুল, ও মসদিজাম পাশ দিয়ে সর্বশেষ রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতুর পূর্ব দিকে উকুরদিয়া পযন্ত প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ার কারণে প্রভাবশালী লোকজন বোর আবাদ করছে। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া জানান, এই নদীটি ভরাটের কারণে বেশ কয়েকটি মৌজার ২ খেকে ৩ হাজার হেক্টর জমি পতিত রয়েছে। তিনি জরুরি ভিত্তিতে নদীটি খননের দাবি জানান। এ ব্যপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এই নদীটি শুকিয়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী কয়েক হাজার একর জমি সেচের অভাবে পতিত রয়েছে। নদীটি দ্রুত খননের দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই বিষয়ে জেলা মাসিক সভায় এই কথা বলেছি। এ বিষয়ে কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ইতোমধ্যে এই নদীর সার্ভে কাজ শেষ হয়েছে ধলেশ্বরী নদীসহ বেশ কয়েকটি নদী খননের জন্য প্রকল্প প্রস্তাবের জন্য পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হবে।

image

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : চর পড়া ধলেশ্বরীতে কৃষকের বোরো আবাদ -সংবাদ

আরও খবর
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : ধৃত ৪
ভূমি বিরোধ নিরসন সীতাকুণ্ডে এলএনজি সঞ্চালন লাইন স্থাপন ফের শুরু
বামনায় সরকারি ধান ক্রয়ে কৃষক হয়রানির অভিযোগ
নান্দাইল কালিয়াপাড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে ময়লার স্তূপে শিশু
টাঙ্গাইলে শিশু হত্যা
শাহরাস্তিতে ছেলের হাতে বাবা খুন মা হাসপাতালে
নান্দাইলে তথ্যপ্রযুক্তি আইনে সাবেক মেয়র গ্রেফতার
গোবিন্দগঞ্জে মেহুলী বুটিকে স্বাবলম্বী স্থানীয় নারীরা
মীরগঞ্জে ফের ফেরি পারাপার শুরু
ছাত্রবান্ধব বিপ্লবের পাশে দাঁড়ালেন আইনমন্ত্রী
চাটখিল ফায়ার সার্ভিসের জনবলসহ নানা সংকট
খুলনায় স্বর্ণ দোকানে চুরি : ২ জনের স্বীকারোক্তি
গোপালগঞ্জে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

ধলেশ্বরীর বুকে জল নয় ধান

দেবপদ চক্রবতী, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

image

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : চর পড়া ধলেশ্বরীতে কৃষকের বোরো আবাদ -সংবাদ

এক সময়ে উন্মুক্ত স্রোতবহ ধলেশ্বরী নদীতে অসংখ্য চর পড়ে বর্তমানে বোর ধানের জমি পরিণত হয়েছে। যেমন নেই নদীর উন্মুক্ততা তেমনি নেই পানি। ফলে নদীর তীরবর্তী জেলেদের চলছে দুর্দিন। এমনকি মাঝেমধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকাও আটকা পড়ে ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার থেকে প্রবাহিত মেঘনা হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ও হাওর উপজেলা অষ্টগ্রাম উপজেলা সীমান্তে এসে কালনী কুশিয়ারা নদীতে মিলিত হয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম ধারণ করেছে। এই মেঘনা নদীর তীরবর্তী ব্র্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর, ডুবাজাইলের উত্তরদিকে বেকে কিশোরগঞ্জের বাজিতপুরের হুমায়ুনপুর হয়ে অষ্টগ্রামের ভাটিরনগর, দেওঘর, কাস্তুল সদর হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নাম ধারণ করে ইকুরদিয়া মেঘনা মিলিত হয়েছে। এছাড়াও পর্যাপ্ত গভীর এ নদীর বেশ বড়। কয়েকটি হাওরে বোর উৎপাদনের সেচের মাধ্যমে পানি সরবরাহ করে প্রচুর পরিমাণ ধান উৎপাদনে বেশ সুখেই দিনাতিপাত করত স্থানীয় কৃষকেরা। এবং সরকারিভাবেও আদায় হতো বিপুল পরিমাণের রাজস্বসহ জেলা প্রসাশক এই নদীটি উজারা দিতেন বলে জানা যায়। এই নদী দিয়ে অষ্টগ্রাম থেকে ভৈরব বাজার, কুলিয়ারচর যাত্রী লঞ্চসহ অগণিত যন্ত্রচালিত নৌকা, কার্গো ইত্যাদি চলাচল করত। এছাড়াও ভৈরব বাজার, আশুগঞ্জ ইত্যাদি নদী বন্দরে পণ্য সরবরাহ করা হতো। গত ৫-৭ বছরে পলি পড়ে ধলেশ্বরী নদীতে মাটি ভরাট হয়ে নদীর নাব্যতা হ্রাস পেতে থাকে । বর্তমানে অষ্টগ্রামের ভাটিরনগরের উত্তরে মেঘনা ও ধলেশ্বরীর সংযোগস্থল জেগে উঠা চর হুমায়ুনপুর, কাস্তুল, ও মসদিজাম পাশ দিয়ে সর্বশেষ রাষ্ট্রপতি আবদুল হামিদ সেতুর পূর্ব দিকে উকুরদিয়া পযন্ত প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ার কারণে প্রভাবশালী লোকজন বোর আবাদ করছে। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া জানান, এই নদীটি ভরাটের কারণে বেশ কয়েকটি মৌজার ২ খেকে ৩ হাজার হেক্টর জমি পতিত রয়েছে। তিনি জরুরি ভিত্তিতে নদীটি খননের দাবি জানান। এ ব্যপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এই নদীটি শুকিয়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী কয়েক হাজার একর জমি সেচের অভাবে পতিত রয়েছে। নদীটি দ্রুত খননের দাবি জানিয়ে তিনি আরও বলেন, এই বিষয়ে জেলা মাসিক সভায় এই কথা বলেছি। এ বিষয়ে কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ইতোমধ্যে এই নদীর সার্ভে কাজ শেষ হয়েছে ধলেশ্বরী নদীসহ বেশ কয়েকটি নদী খননের জন্য প্রকল্প প্রস্তাবের জন্য পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হবে।