পাঁচ টাকায় ডাল-ভাত-সবজি ভাইরাল

ছাত্রবান্ধব বিপ্লবের পাশে দাঁড়ালেন আইনমন্ত্রী

শিক্ষার্থীদেরকে মাত্র পাঁচ টাকায় ভাত খাওয়ানো রাজশাহীর বাঘা উপজেলার বিপ্লব সরকারের পাশে দাঁড়িয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। বিপ্লব সরকারের চাহিদা অনুযায়ি শিক্ষার্থীদের জন্য একটি ‘শৌচাগার’ করতে নগদ ৫০ হাজার টাকা রবিবার রাতে মন্ত্রীর গুলশানের কার্যালয়ে তুলে দেয়া হয়েছে। বিপ্লব সরকার এখন গড়ে প্রতিদিন ৬০-৭০ জন শিক্ষার্থীকে পাঁচ টাকায় ডাল, ভাত ও সবজি খাওয়ান। সপ্তাহের একদিন মাছ কিংবা মাংস। ইউটিউবে এ নিয়ে ভিডিও চিত্র দেখতে পেয়ে আইনমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন মন্ত্রীর ঘনিষ্টজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। টাকার অভাবে ‘শৈাচাগার’ করতে না পারার বিষয়টিও মন্ত্রীকে অবহিত করেন তিনি। বিষয়টি বিস্তারিত জেনে শৌচাগার করার জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ওই সংসদ সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, বিপ্লব সরকারের হোটেলটি আড়ানী বাজারের বড়াল নদীর ধারে। বাবা শ্যামল সরকারের মালিকানাধীন ‘অন্নপূর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এ কয়েক বছর ধরেই আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পাঁচ টাকায় ভাত খাওয়ানো হচ্ছে। প্রচার বাড়ার পর পাঁচ টাকার ক্রেতার সংখ্যা বেড়েই চলছে। গত রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হলে বিপ্লব সরকার বলেন, ‘ইউটিউবে দেখে আখাউড়া পৌরসভার মেয়র আমার সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী ‘শৌচাগার’ করার জন্য টাকা দিবেন বলেও জানান। মন্ত্রীর ধেয়া টাকায় ‘শৌচাগার’ করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।’ টাকার জন্য শৌচাগার করতে পারছিলেন না বলে তিনি জানান। আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘পাঁচ টাকায় শিক্ষার্থীদেরকে খাওয়ার বিষয়টি ইউটিউবে দেখি। এ নিয়ে বিপ্লব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে হোটেলের জন্য ‘শৌচাগার’ নির্মাণ জরুরি বলে জানান। ৪০ হাজার টাকায় ‘শৌচাগার নির্মাণ করা যাবে বলে তিনি বলেন। বিষয়টি আইনমন্ত্রী মহোদয়কে জানানো হলে বিপ্লব সরকারকে নগদ ৫০ হাজার টাকা দিবেন বলে ঘোষণা দিলে ওনাকে ডেকে আনা হয়।’

image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : রাজশাহীর বাঘা উপজেলার অন্নাপূর্ণা হোটেলের মালিক বিপ্লব সরকারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক -সংবাদ

আরও খবর
ধলেশ্বরীর বুকে জল নয় ধান
গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : ধৃত ৪
ভূমি বিরোধ নিরসন সীতাকুণ্ডে এলএনজি সঞ্চালন লাইন স্থাপন ফের শুরু
বামনায় সরকারি ধান ক্রয়ে কৃষক হয়রানির অভিযোগ
নান্দাইল কালিয়াপাড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি
ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড
চট্টগ্রামে ময়লার স্তূপে শিশু
টাঙ্গাইলে শিশু হত্যা
শাহরাস্তিতে ছেলের হাতে বাবা খুন মা হাসপাতালে
নান্দাইলে তথ্যপ্রযুক্তি আইনে সাবেক মেয়র গ্রেফতার
গোবিন্দগঞ্জে মেহুলী বুটিকে স্বাবলম্বী স্থানীয় নারীরা
মীরগঞ্জে ফের ফেরি পারাপার শুরু
চাটখিল ফায়ার সার্ভিসের জনবলসহ নানা সংকট
খুলনায় স্বর্ণ দোকানে চুরি : ২ জনের স্বীকারোক্তি
গোপালগঞ্জে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

পাঁচ টাকায় ডাল-ভাত-সবজি ভাইরাল

ছাত্রবান্ধব বিপ্লবের পাশে দাঁড়ালেন আইনমন্ত্রী

প্রতিনিধি, আখাউড়া

image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : রাজশাহীর বাঘা উপজেলার অন্নাপূর্ণা হোটেলের মালিক বিপ্লব সরকারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক -সংবাদ

শিক্ষার্থীদেরকে মাত্র পাঁচ টাকায় ভাত খাওয়ানো রাজশাহীর বাঘা উপজেলার বিপ্লব সরকারের পাশে দাঁড়িয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। বিপ্লব সরকারের চাহিদা অনুযায়ি শিক্ষার্থীদের জন্য একটি ‘শৌচাগার’ করতে নগদ ৫০ হাজার টাকা রবিবার রাতে মন্ত্রীর গুলশানের কার্যালয়ে তুলে দেয়া হয়েছে। বিপ্লব সরকার এখন গড়ে প্রতিদিন ৬০-৭০ জন শিক্ষার্থীকে পাঁচ টাকায় ডাল, ভাত ও সবজি খাওয়ান। সপ্তাহের একদিন মাছ কিংবা মাংস। ইউটিউবে এ নিয়ে ভিডিও চিত্র দেখতে পেয়ে আইনমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন মন্ত্রীর ঘনিষ্টজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। টাকার অভাবে ‘শৈাচাগার’ করতে না পারার বিষয়টিও মন্ত্রীকে অবহিত করেন তিনি। বিষয়টি বিস্তারিত জেনে শৌচাগার করার জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ওই সংসদ সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, বিপ্লব সরকারের হোটেলটি আড়ানী বাজারের বড়াল নদীর ধারে। বাবা শ্যামল সরকারের মালিকানাধীন ‘অন্নপূর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এ কয়েক বছর ধরেই আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পাঁচ টাকায় ভাত খাওয়ানো হচ্ছে। প্রচার বাড়ার পর পাঁচ টাকার ক্রেতার সংখ্যা বেড়েই চলছে। গত রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হলে বিপ্লব সরকার বলেন, ‘ইউটিউবে দেখে আখাউড়া পৌরসভার মেয়র আমার সঙ্গে যোগাযোগ করেন। মন্ত্রী ‘শৌচাগার’ করার জন্য টাকা দিবেন বলেও জানান। মন্ত্রীর ধেয়া টাকায় ‘শৌচাগার’ করা গেলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে।’ টাকার জন্য শৌচাগার করতে পারছিলেন না বলে তিনি জানান। আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘পাঁচ টাকায় শিক্ষার্থীদেরকে খাওয়ার বিষয়টি ইউটিউবে দেখি। এ নিয়ে বিপ্লব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে হোটেলের জন্য ‘শৌচাগার’ নির্মাণ জরুরি বলে জানান। ৪০ হাজার টাকায় ‘শৌচাগার নির্মাণ করা যাবে বলে তিনি বলেন। বিষয়টি আইনমন্ত্রী মহোদয়কে জানানো হলে বিপ্লব সরকারকে নগদ ৫০ হাজার টাকা দিবেন বলে ঘোষণা দিলে ওনাকে ডেকে আনা হয়।’