ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

১৯ জানুয়ারি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর জাতীয় জাদুঘরে মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সমাপনী আয়োজনটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মোস্তফা জামাল। এবার বাংলাদেশ প্যানোরোমায় সেরা হয়েছে ‘ন’ ডরাই’। সেরা শিশুতোষ চলচ্চিত্র ইরানের চলচ্চিত্র ‘লোকনাথ’, স্পিরিচুয়াল বিভাগে শর্ট ফিকশনে সেরা ‘দ্য ফিস্ট অব দ্য গড’, শর্ট ফিল্মে সেরা ‘দ্যা স্ট্যাম্প’ এবং সেরা প্রামাণ্যচিত্র ‘বিলাভড’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশনে সেরা দর্শক জনপ্রিয়তা পুরস্কার পেয়েছে অঞ্জন

দত্ত পরিচালিত ‘ফাইনালি ভালোবাসা’। ওমেন ফিল্ম মেকার শাখায় বিভিন্ন পুরস্কার পেয়েছে ‘মাই নেম ইজ পেটিয়া’, ‘ভিডিও টেপ’, ‘দ্য হুয়াল অ্যান্ড দ্য রাবেন টিনি সোলস’। এশিয়ান প্রতিযোগিতায় সেরা চিত্রনাট্যকার হয়েছেন হোসেন কারাবে। সনেমাটোগ্রাফিতে সেরা ভারতের রেডিয়াস চলচ্চিত্রের স্বপ্নিল সেতে ও অক্ষয় ইন্ডিকর। একই শাকায় সেরা অভিনেত্রী আফগানিস্তান- ইরান- ফ্রান্সের প্রযোজনার চলচ্চিত্র আরিজো এরিয়াপোর, ফেরেশতা আফসার ও হাসিবা ইব্রাহিমি। সেরা অভিনেতা ফিলিপিনসের লুইস অ্যাবইউয়েল (অ্যাডওয়ার্ড), সেরা পরিচালক ইরানের মিরকারিমি রেজা (ক্যাস্টেল অব ড্রিমস), সেরা চলচ্চিত্র ‘ক্যাস্টেল অব ড্রিমস’ সিনেমা। এছাড়া বিশেষ জুড়ি মতে পুরস্কার পায় শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘চিলড্রেন অব দ্য সান’। এবার ৯ দিনব্যাপী চলচ্চিত্রের এই উৎসবে দেখানো হয়েছে ৭৪টি দেশের ২২০টি সিনেমা। এটি রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

বিনোদন প্রতিবেদক |

image

১৯ জানুয়ারি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর জাতীয় জাদুঘরে মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশের নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সমাপনী আয়োজনটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মোস্তফা জামাল। এবার বাংলাদেশ প্যানোরোমায় সেরা হয়েছে ‘ন’ ডরাই’। সেরা শিশুতোষ চলচ্চিত্র ইরানের চলচ্চিত্র ‘লোকনাথ’, স্পিরিচুয়াল বিভাগে শর্ট ফিকশনে সেরা ‘দ্য ফিস্ট অব দ্য গড’, শর্ট ফিল্মে সেরা ‘দ্যা স্ট্যাম্প’ এবং সেরা প্রামাণ্যচিত্র ‘বিলাভড’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশনে সেরা দর্শক জনপ্রিয়তা পুরস্কার পেয়েছে অঞ্জন

দত্ত পরিচালিত ‘ফাইনালি ভালোবাসা’। ওমেন ফিল্ম মেকার শাখায় বিভিন্ন পুরস্কার পেয়েছে ‘মাই নেম ইজ পেটিয়া’, ‘ভিডিও টেপ’, ‘দ্য হুয়াল অ্যান্ড দ্য রাবেন টিনি সোলস’। এশিয়ান প্রতিযোগিতায় সেরা চিত্রনাট্যকার হয়েছেন হোসেন কারাবে। সনেমাটোগ্রাফিতে সেরা ভারতের রেডিয়াস চলচ্চিত্রের স্বপ্নিল সেতে ও অক্ষয় ইন্ডিকর। একই শাকায় সেরা অভিনেত্রী আফগানিস্তান- ইরান- ফ্রান্সের প্রযোজনার চলচ্চিত্র আরিজো এরিয়াপোর, ফেরেশতা আফসার ও হাসিবা ইব্রাহিমি। সেরা অভিনেতা ফিলিপিনসের লুইস অ্যাবইউয়েল (অ্যাডওয়ার্ড), সেরা পরিচালক ইরানের মিরকারিমি রেজা (ক্যাস্টেল অব ড্রিমস), সেরা চলচ্চিত্র ‘ক্যাস্টেল অব ড্রিমস’ সিনেমা। এছাড়া বিশেষ জুড়ি মতে পুরস্কার পায় শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘চিলড্রেন অব দ্য সান’। এবার ৯ দিনব্যাপী চলচ্চিত্রের এই উৎসবে দেখানো হয়েছে ৭৪টি দেশের ২২০টি সিনেমা। এটি রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।