ধারাবাহিক নাটক

‘জঙ্গলে গণ্ডগোল’

আজ রাত ৯টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক ‘জঙ্গলে গণ্ডগোল’। উজ্জ্বল মাহমুদ ও বিথী আক্তারের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন উজ্জল মাহমুদের পরিচালনা।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, উর্মিলা, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

‘জঙ্গলে গণ্ডগোল’ এর কাহিনিতে দেখা যাবে শ্রীমঙ্গল শহরে রাকিব হোসেন রাকু নামের বেকার এক যুবক পরিচিত তার বিকট শব্দের পঞ্চাশ সিসির মোটর সাইকেলটির জন্য। সাইকেলটি দেখতেও বিদঘুটে। তবে সাইকেলটি রাকু নিজে চালায় না। চালক হিদসেবে থাকে এলাকার ছোট এক ভাই। শ্রীমঙ্গলে পর্যটক হিসেবে আসে একটি পরিবার। তারা এসেই ডাকাতের কবলে পড়ে। এই ডাকাত দলের সর্দার আবার মজার কিচিমের। মূলত এখান থেকেই গল্পের শুরুটা হয়। আর ধারাবাহিকটির রাকু চরিত্রে আছেন মোশারফ করিম।

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

ধারাবাহিক নাটক

‘জঙ্গলে গণ্ডগোল’

বিনোদন প্রতিবেদক |

image

আজ রাত ৯টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক ‘জঙ্গলে গণ্ডগোল’। উজ্জ্বল মাহমুদ ও বিথী আক্তারের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন উজ্জল মাহমুদের পরিচালনা।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, উর্মিলা, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই প্রমুখ।

‘জঙ্গলে গণ্ডগোল’ এর কাহিনিতে দেখা যাবে শ্রীমঙ্গল শহরে রাকিব হোসেন রাকু নামের বেকার এক যুবক পরিচিত তার বিকট শব্দের পঞ্চাশ সিসির মোটর সাইকেলটির জন্য। সাইকেলটি দেখতেও বিদঘুটে। তবে সাইকেলটি রাকু নিজে চালায় না। চালক হিদসেবে থাকে এলাকার ছোট এক ভাই। শ্রীমঙ্গলে পর্যটক হিসেবে আসে একটি পরিবার। তারা এসেই ডাকাতের কবলে পড়ে। এই ডাকাত দলের সর্দার আবার মজার কিচিমের। মূলত এখান থেকেই গল্পের শুরুটা হয়। আর ধারাবাহিকটির রাকু চরিত্রে আছেন মোশারফ করিম।