ইন্দোনেশিয়ায় ছবি তোলার সময় সেতু ধস

নিহত ৯

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ক্যামেরায় ছবি ধারণকালে সেতু ধসে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা। স্কাই নিউজ।

সংবাদ মাধ্যমটি জানায়, দেশটির স্থানীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি জানিয়েছেন, কাছের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে প্রায় ৩০ জনের মতো একটি দল ব্রিজটিতে অবস্থান করছিল। এ সময়, অতিরিক্ত ওজনের কারণে ছোট এই ব্রিজটি ভেঙে পরে। তিনি আরও জানান, পানিতে পড়ে যাওয়া কিছু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়।

জানা যায়, ওই অঞ্চলে প্রবল বর্ষণের কারণে নদীতে অনেক স্রোত থাকায় সেতুটির নিচে নদীর পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি ছিল। তবে সেতু ধসের সময় অনেকে শক্ত করে রেলিং ধরে থাকায় প্রাণে বেঁচে যায়।

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

ইন্দোনেশিয়ায় ছবি তোলার সময় সেতু ধস

নিহত ৯

সংবাদ ডেস্ক |

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ক্যামেরায় ছবি ধারণকালে সেতু ধসে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা। স্কাই নিউজ।

সংবাদ মাধ্যমটি জানায়, দেশটির স্থানীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি জানিয়েছেন, কাছের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে প্রায় ৩০ জনের মতো একটি দল ব্রিজটিতে অবস্থান করছিল। এ সময়, অতিরিক্ত ওজনের কারণে ছোট এই ব্রিজটি ভেঙে পরে। তিনি আরও জানান, পানিতে পড়ে যাওয়া কিছু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়।

জানা যায়, ওই অঞ্চলে প্রবল বর্ষণের কারণে নদীতে অনেক স্রোত থাকায় সেতুটির নিচে নদীর পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি ছিল। তবে সেতু ধসের সময় অনেকে শক্ত করে রেলিং ধরে থাকায় প্রাণে বেঁচে যায়।