চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার ঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করবে সিটিও ফোরাম বাংলাদেশ ও আইসিটি ডিভিশন

চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার ঝুঁকি মোকাবিলায় সিটিও ফোরাম বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় তথ্যপ্রযুক্তিবিদদের প্রস্তুতি’ স্লোগান নিয়ে গত ১৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হলো সিটিও টেক সামিট ২০২০।

দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এলজিইডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি।

সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, “সিটিওদের ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে। সরকারি ও বেসরকারি খাতকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।”

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সরকার প্রস্তুত। দক্ষ মানব সম্পদ তৈরির কাজ চলছে। এই সময় তিনি সিটিও ফোরামের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তপন কান্তি সরকার বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এবারের সম্মেলন। আমাদের লক্ষ্য হচ্ছে ব্লক চেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন প্রযুক্তির বিষয়গুলো সামনে তুলে আনা। পৃথিবীর ৮০% মানুষ এখন প্রতি মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করছেন। সাইবার ঝুঁকি মোকাবিলায় আমরা অনেকটা পথ এগিয়েছি। এখানে আরও উন্নতি করার সুযোগ আছে। তিনি বলেন, মূলত আধুনিক প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। এ সময় অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রিভা দাশ গাঙ্গুলি, আইসিটি বিভাগের জৈষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডঃ শাহজাহান মাহমুদ এবং সিসকো এর ম্যানেজিং ডিরেক্টর শুধির নায়ার। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার ঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করবে সিটিও ফোরাম বাংলাদেশ ও আইসিটি ডিভিশন

image

চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার ঝুঁকি মোকাবিলায় সিটিও ফোরাম বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় তথ্যপ্রযুক্তিবিদদের প্রস্তুতি’ স্লোগান নিয়ে গত ১৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হলো সিটিও টেক সামিট ২০২০।

দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এলজিইডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি।

সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, “সিটিওদের ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে। সরকারি ও বেসরকারি খাতকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।”

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তিতে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সরকার প্রস্তুত। দক্ষ মানব সম্পদ তৈরির কাজ চলছে। এই সময় তিনি সিটিও ফোরামের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তপন কান্তি সরকার বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এবারের সম্মেলন। আমাদের লক্ষ্য হচ্ছে ব্লক চেইন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন প্রযুক্তির বিষয়গুলো সামনে তুলে আনা। পৃথিবীর ৮০% মানুষ এখন প্রতি মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করছেন। সাইবার ঝুঁকি মোকাবিলায় আমরা অনেকটা পথ এগিয়েছি। এখানে আরও উন্নতি করার সুযোগ আছে। তিনি বলেন, মূলত আধুনিক প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। এ সময় অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রিভা দাশ গাঙ্গুলি, আইসিটি বিভাগের জৈষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডঃ শাহজাহান মাহমুদ এবং সিসকো এর ম্যানেজিং ডিরেক্টর শুধির নায়ার। সংবাদ বিজ্ঞপ্তি।