মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ

গত বছর মন্ত্রিসভার বৈঠক শেষ প্রান্তিক অর্থাৎ শেষ তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) বৈঠক হয়েছে ৯টি। এসব বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল ৯৭টি, যার মধ্যে বাস্তবায়ন হয়েছে ৭৩টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ।

বাস্তবায়নাধীন রয়েছে ২৪টি সিদ্ধান্ত। অর্থাৎ শতকরা ২৪ দশমিক ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ তথ্য তুলে ধরা হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, ওই সময়ে মন্ত্রিসভার বৈঠকে দুটি নীতি ও কর্ম কৌশলের অনুমোদন দেয়া হয়েছে। চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে ৫টি। আর জাতীয় সংসদে আইন পাস হয়েছে তিনটি।

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ

নিজস্ব বার্তা পরিবেশক |

গত বছর মন্ত্রিসভার বৈঠক শেষ প্রান্তিক অর্থাৎ শেষ তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) বৈঠক হয়েছে ৯টি। এসব বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল ৯৭টি, যার মধ্যে বাস্তবায়ন হয়েছে ৭৩টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ।

বাস্তবায়নাধীন রয়েছে ২৪টি সিদ্ধান্ত। অর্থাৎ শতকরা ২৪ দশমিক ৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এ তথ্য তুলে ধরা হয়। বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, ওই সময়ে মন্ত্রিসভার বৈঠকে দুটি নীতি ও কর্ম কৌশলের অনুমোদন দেয়া হয়েছে। চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে ৫টি। আর জাতীয় সংসদে আইন পাস হয়েছে তিনটি।