১০১ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট

আত্মসমর্পণকারি ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের দুইটি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম তামান্না ফারাহ এর আদালতে পুলিশ এ চার্জশিট প্রদান করে বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। গত বছর ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করে তালিকাভূক্ত ও চিহ্নিত ১০২ জন ইয়াবা কারবারি। এদের কাছ থেকে জব্দ বেশ কিছু সংখ্যক অস্ত্র, গুলি ও ইয়াবা ছিল।

এ নিয়ে আত্মসমর্পণকারি ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে ২ টি মামলা দায়ের করা হয়। আত্মসমর্পণকারি ১০২ জনের মধ্যে একজনের কারাগারে বন্দি থাকা অবস্থায় মৃত্যু হয়েছে।

পিপি ফরিদুল আলম বলেন, কারাগারে থাকা আত্মসমর্পণকারি ১০২ জনের মধ্যে ১০১ জনের বিরুদ্ধে দায়ের ২ টি মামলায় পুলিশ আদালতে চার্জশিট প্রদান করেছে। এতে কারা হাজতে থাকাকালীন অপর একজনের মৃত্যু হওয়ায় চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। আদালত চার্জশিট ২ টি আমলে নিয়েছে বলে জানান পিপি ফরিদুল আলম।

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ , ৭ মাঘ ১৪২৬, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

১০১ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট

প্রতিনিধি, কক্সবাজার

আত্মসমর্পণকারি ১০১ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে দায়ের দুইটি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম তামান্না ফারাহ এর আদালতে পুলিশ এ চার্জশিট প্রদান করে বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। গত বছর ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করে তালিকাভূক্ত ও চিহ্নিত ১০২ জন ইয়াবা কারবারি। এদের কাছ থেকে জব্দ বেশ কিছু সংখ্যক অস্ত্র, গুলি ও ইয়াবা ছিল।

এ নিয়ে আত্মসমর্পণকারি ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে ২ টি মামলা দায়ের করা হয়। আত্মসমর্পণকারি ১০২ জনের মধ্যে একজনের কারাগারে বন্দি থাকা অবস্থায় মৃত্যু হয়েছে।

পিপি ফরিদুল আলম বলেন, কারাগারে থাকা আত্মসমর্পণকারি ১০২ জনের মধ্যে ১০১ জনের বিরুদ্ধে দায়ের ২ টি মামলায় পুলিশ আদালতে চার্জশিট প্রদান করেছে। এতে কারা হাজতে থাকাকালীন অপর একজনের মৃত্যু হওয়ায় চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। আদালত চার্জশিট ২ টি আমলে নিয়েছে বলে জানান পিপি ফরিদুল আলম।