নতুন গল্পে ‘গল্প শেষে ঘুমের দেশে’

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’র নতুন পর্ব। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। ধারাবাহিকটি সপ্তাহের প্রতিদিন রাত ৯টায় প্রচার হচ্ছে। ‘গল্প শেষে ঘুমের দেশে’ ধারাবাহিকের প্রতিপর্বে শিশুরা একটি নতুন গল্প জানতে পারছে।

শিশুর মনস্তত্ত্বের সঙ্গে সঙ্গতি রেখে গল্পগুলো নির্বাচন করা হয়েছে। বিখ্যাত শিশু সাহিত্য এবং বিভিন্ন দেশের প্রচলিত নানা গল্প নিয়েই এই আয়োজন। গল্পকে সহজ সাবলীল উপস্থাপন এবং শিল্পীয় নান্দনিক দিক প্রকাশ করতে তারকা শিল্পীরা এতে অভিনয় করেছেন। ধারাবাহিকটিতে শিশু সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন প্রাপ্তি, নক্ষত্র, ঈষীকা, মিথিকা, সাব্বির, ইয়ানা, মিমিথ, বর্ণিল, রূপকথা, ফাইজা, মুন, ¯স্নেহা ও সান। পরিবারের বড় সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, ডা. এজাজ, ত্রপা মজুমদার, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিক, আহসান হাবীব নাসিম, শতাব্দী ওয়াদুদ, মৌটুসী বিশ্বাস, কাজী নওশাবা আহ্মেদ ও মোমেনা চৌধুরী।

বুধবার, ২২ জানুয়ারী ২০২০ , ৮ মাঘ ১৪২৬, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

নতুন গল্পে ‘গল্প শেষে ঘুমের দেশে’

বিনোদন প্রতিবেদক |

image

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’র নতুন পর্ব। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শিশু শিল্পীদের পাশাপাশি তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। ধারাবাহিকটি সপ্তাহের প্রতিদিন রাত ৯টায় প্রচার হচ্ছে। ‘গল্প শেষে ঘুমের দেশে’ ধারাবাহিকের প্রতিপর্বে শিশুরা একটি নতুন গল্প জানতে পারছে।

শিশুর মনস্তত্ত্বের সঙ্গে সঙ্গতি রেখে গল্পগুলো নির্বাচন করা হয়েছে। বিখ্যাত শিশু সাহিত্য এবং বিভিন্ন দেশের প্রচলিত নানা গল্প নিয়েই এই আয়োজন। গল্পকে সহজ সাবলীল উপস্থাপন এবং শিল্পীয় নান্দনিক দিক প্রকাশ করতে তারকা শিল্পীরা এতে অভিনয় করেছেন। ধারাবাহিকটিতে শিশু সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন প্রাপ্তি, নক্ষত্র, ঈষীকা, মিথিকা, সাব্বির, ইয়ানা, মিমিথ, বর্ণিল, রূপকথা, ফাইজা, মুন, ¯স্নেহা ও সান। পরিবারের বড় সদস্যদের ভূমিকায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, ডা. এজাজ, ত্রপা মজুমদার, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিক, আহসান হাবীব নাসিম, শতাব্দী ওয়াদুদ, মৌটুসী বিশ্বাস, কাজী নওশাবা আহ্মেদ ও মোমেনা চৌধুরী।