আর কখনও জোয়ার দেখবে না বিএনপি কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির সব কিছু ভাটা পড়ে গেছে। তাদের আন্দোলনেও ভাটা পড়ে গেছে, তাদের নির্বাচনে ভাটা পড়ে গেছে। তাদের আর কখনও জোয়ার আসবে না।

গতকাল সন্ধ্যায় কক্সবাজার পাবলিক হল ময়দানে জেলা আওয়ামী লীগের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বিএনপি দাবি করে তাদের গণজোয়ার। কিন্তু তাদের আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা, জোয়ার তারা দেখেনি। জোয়ার তারা ইনশাআল্লাহ দেখতে পাবে না। তাই বলছি আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি আর কখনও জোয়ারের দেখা পাবে না।

ওই কর্মী সমাবেশে কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সবাই এক থাকবেন। নিজের দল ভারি করার জন্য সুবিধাবাদীদের দলে ভিড়াবেন না। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন।ওয়ার্ড কমিটি পর্যন্ত সব কমিটি করে ফেলুন। তৃণমূল পর্যন্ত সব কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের পদায়ন করবেন। সব কমিটি শেষ করে জেলা কমিটি করতে হবে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ভেদাভেদ ভুলে যান। আপন ঘরের শত্রু থাকলে বাইরের শত্রু দরকার নেই। যে কোন মূল্যে নিজেদের ঐক্য সুদৃঢ় করতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতারা।

ওই সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা যোগ দেন।

বুধবার, ২২ জানুয়ারী ২০২০ , ৮ মাঘ ১৪২৬, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

আর কখনও জোয়ার দেখবে না বিএনপি কাদের

প্রতিনিধি, কক্সবাজার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির সব কিছু ভাটা পড়ে গেছে। তাদের আন্দোলনেও ভাটা পড়ে গেছে, তাদের নির্বাচনে ভাটা পড়ে গেছে। তাদের আর কখনও জোয়ার আসবে না।

গতকাল সন্ধ্যায় কক্সবাজার পাবলিক হল ময়দানে জেলা আওয়ামী লীগের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বিএনপি দাবি করে তাদের গণজোয়ার। কিন্তু তাদের আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা, জোয়ার তারা দেখেনি। জোয়ার তারা ইনশাআল্লাহ দেখতে পাবে না। তাই বলছি আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি আর কখনও জোয়ারের দেখা পাবে না।

ওই কর্মী সমাবেশে কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সবাই এক থাকবেন। নিজের দল ভারি করার জন্য সুবিধাবাদীদের দলে ভিড়াবেন না। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন।ওয়ার্ড কমিটি পর্যন্ত সব কমিটি করে ফেলুন। তৃণমূল পর্যন্ত সব কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের পদায়ন করবেন। সব কমিটি শেষ করে জেলা কমিটি করতে হবে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ভেদাভেদ ভুলে যান। আপন ঘরের শত্রু থাকলে বাইরের শত্রু দরকার নেই। যে কোন মূল্যে নিজেদের ঐক্য সুদৃঢ় করতে হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ জেলা, উপজেলা পর্যায়ের নেতারা।

ওই সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা যোগ দেন।