দণ্ড হলেও কমছে না সামাজিক অপরাধ

সামাজিক অপরাধ বিভৎস রূপ ধারণ করেছে। এজন্য দণ্ডও দেয়া হচ্ছে। তারপরও অপরাধীরা থেমে নেই। সমাজে যেন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এ ধরণের অপরাধ। যৌন নিপিড়ণের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত। তুচ্ছ কারণে খুনোখুনি হচ্ছে। সম্পদের লোভ, বিকৃত মানষিকতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মাদকের প্রভাব, নানা অসংগতি ও বৈষম্যেও কারণে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে চিহ্নিত করেছেন অপরাধবিজ্ঞানীরা। হবে একইসঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, বিচারে বিলম্ব, আইন প্রয়োগে ব্যর্থতা, পারিবারিক, ধর্মীয়, সামাজিক শিক্ষার অভাব ও মূল্যবোধের অবক্ষয়ও এজন্য দায়ী বলে মনে করা হয়।

বুধবার, ২২ জানুয়ারী ২০২০ , ৮ মাঘ ১৪২৬, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

দণ্ড হলেও কমছে না সামাজিক অপরাধ

সংবাদ ডেস্ক |

সামাজিক অপরাধ বিভৎস রূপ ধারণ করেছে। এজন্য দণ্ডও দেয়া হচ্ছে। তারপরও অপরাধীরা থেমে নেই। সমাজে যেন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এ ধরণের অপরাধ। যৌন নিপিড়ণের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত। তুচ্ছ কারণে খুনোখুনি হচ্ছে। সম্পদের লোভ, বিকৃত মানষিকতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মাদকের প্রভাব, নানা অসংগতি ও বৈষম্যেও কারণে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে চিহ্নিত করেছেন অপরাধবিজ্ঞানীরা। হবে একইসঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, বিচারে বিলম্ব, আইন প্রয়োগে ব্যর্থতা, পারিবারিক, ধর্মীয়, সামাজিক শিক্ষার অভাব ও মূল্যবোধের অবক্ষয়ও এজন্য দায়ী বলে মনে করা হয়।