নারীবান্ধব সিটি নির্বাচন চায় মহিলা পরিষদ

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নারীবান্ধব ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ সম্মেলন করেছে। গতকাল বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি অ্যান্ড লবি’র অনুষ্ঠান পরিচালক, জনা গো-স্বামীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন তত্ত্বাধান করেন, পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। লিখিত বক্তব্য পাঠ করেন, পরিষদের ভারপ্রাপ্ত আন্দোলক, রেখা চৌধুরী। বক্তব্য রাখেন, পরিষদের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম ও যুগ্মসাধারণ সম্পাদক সীমা মোসলেম। লিখিত বক্তব্যে রেখা চৌধুরী জানান, ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাষ্ট্র পরিচালনায় ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহণ। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের ৩টি ওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। কিন্তু নারী প্রতিনিধিরা সিটি করপোরেশনে যথাযথ সুযোগ ও পরিবেশ এবং অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে তারা নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারেন না। এক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচিত নারীসহ সব জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালনের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর সমঅংশিদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে। ঢাকা মহানগরীতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৮০ লক্ষ নারী বসবাস করেন। রাস্তাঘাট, যানবাহন, র্কমক্ষেত্র, বাসাবাড়িসহ নানান ক্ষেত্রে হয়রানির শিকার হয় হোন। বহুনারী চলার পথে শৌচাগারের অভাবে বিড়ম্বনায় পড়েন। নারীদের জন্য যানবাহনে আলাদা আসনের ব্যবস্থা থাকলেও তা মানা হয় না। আলাদা বাসসার্ভিস থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নারীদের আবাসন ব্যবস্থার অবস্থা খুবই নাজুক।’ এমন আরও বহুবিদ সমস্যার সমাধান প্রকল্পে বাংলাদেশ মহিলা পরিষদ, আসন্ন সিটি নির্বাচনের সব প্রার্থী, নির্বাচন কমিশন ও জনগণের কাছে নারীবান্ধব ঢাকা মহানগরী গড়ে তোলার আহ্বান জানান।

আরও খবর
ইসমাত আরা সাদেকের বড় গুণ সততা-নিষ্ঠা দেশপ্রেম সংসদে প্রধানমন্ত্রী
খালেদার জামিন নিয়ে ভাবছে না সরকার আইনমন্ত্রী
২০ হাজার ৫২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ইসমাত আরা সাদেক আর নেই
সাঈদ খোকনের এপিএস কুদ্দুসকে জিজ্ঞাসাবাদ
দশ বছরে প্রবাসী আয় এসেছে ১৫৩১৩ কোটি ডলার
ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ২০
ঢাকা ব্যাংকের ২ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
উন্মুক্ত প্রাঙ্গণে আজ লোকনাট্য ‘সংযাত্রা’
শিল্পকলায় থিয়েটার-৫২ এর নাটক ‘কালিদাস’
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আলোর পথ দেখাচ্ছেন জাকারিয়া
বরিশাল বিভাগের ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট
রাঙ্গামাটিতে যুবককে কুপিয়ে হত্যা

বুধবার, ২২ জানুয়ারী ২০২০ , ৮ মাঘ ১৪২৬, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

নারীবান্ধব সিটি নির্বাচন চায় মহিলা পরিষদ

নিজস্ব বার্তা পরিবেশক

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নারীবান্ধব ঢাকা সিটি করপোরেশন (উত্তর-দক্ষিণ) নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ সম্মেলন করেছে। গতকাল বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি অ্যান্ড লবি’র অনুষ্ঠান পরিচালক, জনা গো-স্বামীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন তত্ত্বাধান করেন, পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। লিখিত বক্তব্য পাঠ করেন, পরিষদের ভারপ্রাপ্ত আন্দোলক, রেখা চৌধুরী। বক্তব্য রাখেন, পরিষদের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম ও যুগ্মসাধারণ সম্পাদক সীমা মোসলেম। লিখিত বক্তব্যে রেখা চৌধুরী জানান, ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাষ্ট্র পরিচালনায় ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহণ। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের ৩টি ওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। কিন্তু নারী প্রতিনিধিরা সিটি করপোরেশনে যথাযথ সুযোগ ও পরিবেশ এবং অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে তারা নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারেন না। এক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচিত নারীসহ সব জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালনের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর সমঅংশিদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে। ঢাকা মহানগরীতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৮০ লক্ষ নারী বসবাস করেন। রাস্তাঘাট, যানবাহন, র্কমক্ষেত্র, বাসাবাড়িসহ নানান ক্ষেত্রে হয়রানির শিকার হয় হোন। বহুনারী চলার পথে শৌচাগারের অভাবে বিড়ম্বনায় পড়েন। নারীদের জন্য যানবাহনে আলাদা আসনের ব্যবস্থা থাকলেও তা মানা হয় না। আলাদা বাসসার্ভিস থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নারীদের আবাসন ব্যবস্থার অবস্থা খুবই নাজুক।’ এমন আরও বহুবিদ সমস্যার সমাধান প্রকল্পে বাংলাদেশ মহিলা পরিষদ, আসন্ন সিটি নির্বাচনের সব প্রার্থী, নির্বাচন কমিশন ও জনগণের কাছে নারীবান্ধব ঢাকা মহানগরী গড়ে তোলার আহ্বান জানান।