মুজিব শতবর্ষ

মুজিব শাসন আমল : ১৯৭২

বাংলাদেশ-জার্মানি প্রথম যুক্ত ইশতেহার

জার্মানি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর একদিনব্যাপী সফর শেষে রোববার প্রকাশিত যুক্ত ইশতেহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জিডি আর সরকার রাষ্ট্রসমূহের সার্বভৌমত্বের প্রতি মর্যাদা প্রদর্শন, অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে বিরত থাকা এবং শান্তিপূর্ণ সহ-অবস্থান সম্পর্কে তাদের অভিন্ন নীতির কথা নতুন করে ঘোষণা করেছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় বলেছেন, বিশ্ব শান্তির বুনিয়াদ দৃঢ়তর করার জন্য তারা জাতিসংঘ সনদের নীতিমালা পালনে অবিচল থাকবেন। ইশতেহারে উল্লেখ করা হয় বাংলাদেশ এবং জিডি আর এ ক্রমবর্ধমান সৌহার্দ্যরে সঙ্গে সংগতি রেখে এই দুই দেশ ১৯৬১ সালের ১৮ এপ্রিলের ভিয়েনা চুক্তি মোতাবেক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্পর্ক গ্রহণ করেছে। জিডি আর পররাষ্ট্রমন্ত্রী ড. অটো উইনজার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন এবং উভয়ই এই মর্মে দৃঢ় আস্থা প্রকাশ করছেন যে, অনাগত বছরগুলোতে এই দুটি দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং কারিগরি সহযোগিতার ক্ষেত্রে উভয়ের বন্ধুত্ব উত্তরোত্তর আরও শক্তিশালী হয়ে উঠবে। ডক্টর অটো উইনজার বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে তার দেশবাসীর পক্ষ হতে অন্তরঢালা অভিনন্দন এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের অনন্য সাধারণ জননেতা বলে অভিহিত করেন। শিশুরাষ্ট্র বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে দখলদার পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে, জিডি আর পররাষ্ট্রমন্ত্রী সেসব বিষয়ে অবহিত হয়েছেন। এসব সমস্যার গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশের সাহায্য ও পুনর্বাসনকল্পে সাহায্য সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জিডি আর সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফরের তারিখ পরে নির্ধারিত হবে। আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাহায্য করেন পররাষ্ট্র সেক্রেটারি জনাব আবদুল ফাতেহ এবং পররাষ্ট্র দফতরের অন্যান্য কর্মকর্তা। জিডি আর পররাষ্ট্রমন্ত্রীকে সাহায্য করেন রাষ্ট্রদূত মিস্টার ফিসার এবং কিছু সংখ্যক বিশেষজ্ঞ।

গত তিন সপ্তাহে প্রায় ৩০ লাখ উদ্বাস্তুর স্বদেশ প্রত্যাবর্তন

শনিবার জনৈক সরকারি মুখপাত্র ঢাকায় জানান যে, গত তিন সপ্তাহে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলো হতে প্রায় ৩০ লাখ উদ্বাস্তু স্বদেশে প্রত্যাবর্তন করেছে। মুখপাত্র বলেন, গৃহাভিমুখী উদ্বাস্তুদের সংশ্লিষ্ট জেলায় প্রেরণ করা হয়েছে। জেলাগুলোতে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভারত সরকারের পুনর্বাসন দপ্তরের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের কি পরিমাণ ত্রাণসামগ্রী প্রয়োজন সে বিষয়ে পর্যালোচনার জন্য গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন। ভারত সরকারের পুনর্বাসন দপ্তরের অতিরিক্ত সেক্রেটারি পি এন লথরা বলেন, বাংলাদেশের সার্বিক সাহায্যদানের ব্যবস্থা করাই প্রতিনিধিদলের মূল কাজ।

কতিপয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ

বাংলাদেশ সরকারের প্রশাসনিক পদে কতিপয় গুরুত্বপূর্ণ নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনোমিক্সের পরিচালক ড. নূরুল ইসলামকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের চেয়ারম্যান জনাব এ এন হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য জনাব এ, আর মল্লিক শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব মোহাম্মদ মহিউল ইসলামকে অর্থ দপ্তরের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। কলিকাতাস্থ বাংলাদেশ মিশনের প্রধান জনাব এম, হোসেন আলী তথ্য ও বেতার দপ্তরের সেক্রেটারি। নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ শিল্প উন্নয়ন করপোরেশনের ফাইন্যান্স ডিরেক্টর জনাব এ, এস, নূর মোহাম্মদকে বাণিজ্য দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। অর্থ দপ্তরের সেক্রেটারি খন্দকার আসাদুজ্জামানকে শিল্প দপ্তরের সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। পূর্ত, গৃহ নির্মাণ বিদ্যুৎ ও সেচ দপ্তরের সেক্রেটারি জনাব এ, এম খানকে খাদ্য ও সিভিল সাপ্লাই দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। জনাব মোহাম্মদ রফিকুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। এবং তিনি সরকারের সেক্রেটারি পদমর্যাদা লাভ করবেন। বাণিজ্য দপ্তরের সেক্রেটারি জনাব মোহাম্মদ লুত্যর রহমান জুট বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সাবেক পূর্ব পাকিস্তান সরকারের অতিরিক্ত চীপ সেক্রেটারি জনাব মোহাম্মদ নূরুল ইসলামকে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল জনাব তসলিম উদ্দিন আহমদকে স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। জনাব মঈনুল ইসলামকে পূর্ত ও গৃহ নির্মাণ দফতরের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। শিক্ষা দফতরের সেক্রেটারি জনাব মহিউদ্দিন আহমেদ শ্রম, সমাজকল্যাণ এবং পরিবার পরিকল্পনা দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ ওয়াপদার জেনারেল ম্যানেজার জনাব এস এম আল হোসানী বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জুট বোর্ডের সেক্রেটারি জনাব এ এম তাহের ভূমি রাজস্ব দফতরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব আব্দুল হাশেম প্রধানমন্ত্রীর জনসংযোগ অফিসার নিযুক্ত হয়েছেন। তথ্য ও বেতার দপ্তরের ফিল্ড ডিভিশন প্রধান জনাব এ কে এম মাহবুবুর রহমান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। জনাব তোফায়েল আহমেদ এম.এন.এ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব মাহবুবুল আলম প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এবং জনাব আমিনুল হক বাদশাহ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। এস্টাবলিস্টম্যান্ট ডিভিশনের অফিসার অন স্পেশাল ডিউটি জনাব আকবর আলী খান উক্ত ডিভিশনের ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের চিফ রিপোর্টার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান গত ১ জানুয়ারি হতে শিক্ষা ও সংস্কৃতি দফতরের জনসংযোগ অফিসার নিযুক্ত হয়েছেন। জনাব মহিউদ্দিন প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব এস এম হালিম প্রধানমন্ত্রীর সহকারী প্রাইভেট সেক্রেটারি, মি. এম ডি রোজারিও প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। করাচির সাবেক পি সি এস আই আর-এর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জনাব আমিনুল হক চৌধুরী শিক্ষামন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। উইং কমান্ডার এস আর মীর্জা ১৮ ডিসেম্বর হতে বেসামরিক বিমান চলাচল বিভাগের ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ওয়াবদার সদস্য (প্রশাসন) জনাব এ এস এম আহমেদ এস্টাবলিস্ট ডিভিশনের অফিসার অন স্পেশাল ডিউটি নিযুক্ত হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের অফিসার জনাব এ এস এম নুরুন্নবী কেবিনেট এ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। স্টাবলিস্টম্যান ডিভিশনের এসাইনমেন্ট অফিসার জনাব জি কে এস এম শাহজাহান আলী কেবিনেট এয়ার ফোর্সের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। মিস্টার চিত্তহরণ শাহ সেকশন অফিসার (অস্থায়ী) পূর্ত, গৃহনির্মাণ, বিদ্যুৎ এবং সেচ দফতরের সেকশন অফিসার নিযুক্ত হয়েছেন।

সূত্র : দিনলিপি, বঙ্গবন্ধুর শাসন সময়, ১৯৭

বুধবার, ২২ জানুয়ারী ২০২০ , ৮ মাঘ ১৪২৬, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

মুজিব শতবর্ষ

মুজিব শাসন আমল : ১৯৭২

image

বাংলাদেশ-জার্মানি প্রথম যুক্ত ইশতেহার

জার্মানি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর একদিনব্যাপী সফর শেষে রোববার প্রকাশিত যুক্ত ইশতেহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জিডি আর সরকার রাষ্ট্রসমূহের সার্বভৌমত্বের প্রতি মর্যাদা প্রদর্শন, অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হতে বিরত থাকা এবং শান্তিপূর্ণ সহ-অবস্থান সম্পর্কে তাদের অভিন্ন নীতির কথা নতুন করে ঘোষণা করেছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় বলেছেন, বিশ্ব শান্তির বুনিয়াদ দৃঢ়তর করার জন্য তারা জাতিসংঘ সনদের নীতিমালা পালনে অবিচল থাকবেন। ইশতেহারে উল্লেখ করা হয় বাংলাদেশ এবং জিডি আর এ ক্রমবর্ধমান সৌহার্দ্যরে সঙ্গে সংগতি রেখে এই দুই দেশ ১৯৬১ সালের ১৮ এপ্রিলের ভিয়েনা চুক্তি মোতাবেক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্পর্ক গ্রহণ করেছে। জিডি আর পররাষ্ট্রমন্ত্রী ড. অটো উইনজার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন এবং উভয়ই এই মর্মে দৃঢ় আস্থা প্রকাশ করছেন যে, অনাগত বছরগুলোতে এই দুটি দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং কারিগরি সহযোগিতার ক্ষেত্রে উভয়ের বন্ধুত্ব উত্তরোত্তর আরও শক্তিশালী হয়ে উঠবে। ডক্টর অটো উইনজার বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে তার দেশবাসীর পক্ষ হতে অন্তরঢালা অভিনন্দন এবং বঙ্গবন্ধুকে বাংলাদেশের অনন্য সাধারণ জননেতা বলে অভিহিত করেন। শিশুরাষ্ট্র বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে দখলদার পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে, জিডি আর পররাষ্ট্রমন্ত্রী সেসব বিষয়ে অবহিত হয়েছেন। এসব সমস্যার গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশের সাহায্য ও পুনর্বাসনকল্পে সাহায্য সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়েছেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জিডি আর সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফরের তারিখ পরে নির্ধারিত হবে। আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাহায্য করেন পররাষ্ট্র সেক্রেটারি জনাব আবদুল ফাতেহ এবং পররাষ্ট্র দফতরের অন্যান্য কর্মকর্তা। জিডি আর পররাষ্ট্রমন্ত্রীকে সাহায্য করেন রাষ্ট্রদূত মিস্টার ফিসার এবং কিছু সংখ্যক বিশেষজ্ঞ।

গত তিন সপ্তাহে প্রায় ৩০ লাখ উদ্বাস্তুর স্বদেশ প্রত্যাবর্তন

শনিবার জনৈক সরকারি মুখপাত্র ঢাকায় জানান যে, গত তিন সপ্তাহে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলো হতে প্রায় ৩০ লাখ উদ্বাস্তু স্বদেশে প্রত্যাবর্তন করেছে। মুখপাত্র বলেন, গৃহাভিমুখী উদ্বাস্তুদের সংশ্লিষ্ট জেলায় প্রেরণ করা হয়েছে। জেলাগুলোতে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভারত সরকারের পুনর্বাসন দপ্তরের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের কি পরিমাণ ত্রাণসামগ্রী প্রয়োজন সে বিষয়ে পর্যালোচনার জন্য গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন। ভারত সরকারের পুনর্বাসন দপ্তরের অতিরিক্ত সেক্রেটারি পি এন লথরা বলেন, বাংলাদেশের সার্বিক সাহায্যদানের ব্যবস্থা করাই প্রতিনিধিদলের মূল কাজ।

কতিপয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ

বাংলাদেশ সরকারের প্রশাসনিক পদে কতিপয় গুরুত্বপূর্ণ নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনোমিক্সের পরিচালক ড. নূরুল ইসলামকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের চেয়ারম্যান জনাব এ এন হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য জনাব এ, আর মল্লিক শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব মোহাম্মদ মহিউল ইসলামকে অর্থ দপ্তরের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। কলিকাতাস্থ বাংলাদেশ মিশনের প্রধান জনাব এম, হোসেন আলী তথ্য ও বেতার দপ্তরের সেক্রেটারি। নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ শিল্প উন্নয়ন করপোরেশনের ফাইন্যান্স ডিরেক্টর জনাব এ, এস, নূর মোহাম্মদকে বাণিজ্য দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। অর্থ দপ্তরের সেক্রেটারি খন্দকার আসাদুজ্জামানকে শিল্প দপ্তরের সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। পূর্ত, গৃহ নির্মাণ বিদ্যুৎ ও সেচ দপ্তরের সেক্রেটারি জনাব এ, এম খানকে খাদ্য ও সিভিল সাপ্লাই দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। জনাব মোহাম্মদ রফিকুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। এবং তিনি সরকারের সেক্রেটারি পদমর্যাদা লাভ করবেন। বাণিজ্য দপ্তরের সেক্রেটারি জনাব মোহাম্মদ লুত্যর রহমান জুট বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সাবেক পূর্ব পাকিস্তান সরকারের অতিরিক্ত চীপ সেক্রেটারি জনাব মোহাম্মদ নূরুল ইসলামকে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল জনাব তসলিম উদ্দিন আহমদকে স্বরাষ্ট্র দফতরের সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। জনাব মঈনুল ইসলামকে পূর্ত ও গৃহ নির্মাণ দফতরের সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। শিক্ষা দফতরের সেক্রেটারি জনাব মহিউদ্দিন আহমেদ শ্রম, সমাজকল্যাণ এবং পরিবার পরিকল্পনা দপ্তরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ ওয়াপদার জেনারেল ম্যানেজার জনাব এস এম আল হোসানী বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জুট বোর্ডের সেক্রেটারি জনাব এ এম তাহের ভূমি রাজস্ব দফতরের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব আব্দুল হাশেম প্রধানমন্ত্রীর জনসংযোগ অফিসার নিযুক্ত হয়েছেন। তথ্য ও বেতার দপ্তরের ফিল্ড ডিভিশন প্রধান জনাব এ কে এম মাহবুবুর রহমান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। জনাব তোফায়েল আহমেদ এম.এন.এ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব মাহবুবুল আলম প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এবং জনাব আমিনুল হক বাদশাহ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। এস্টাবলিস্টম্যান্ট ডিভিশনের অফিসার অন স্পেশাল ডিউটি জনাব আকবর আলী খান উক্ত ডিভিশনের ডেপুটি সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের চিফ রিপোর্টার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান গত ১ জানুয়ারি হতে শিক্ষা ও সংস্কৃতি দফতরের জনসংযোগ অফিসার নিযুক্ত হয়েছেন। জনাব মহিউদ্দিন প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। জনাব এস এম হালিম প্রধানমন্ত্রীর সহকারী প্রাইভেট সেক্রেটারি, মি. এম ডি রোজারিও প্রধানমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। করাচির সাবেক পি সি এস আই আর-এর অ্যাসিসটেন্ট সেক্রেটারি জনাব আমিনুল হক চৌধুরী শিক্ষামন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। উইং কমান্ডার এস আর মীর্জা ১৮ ডিসেম্বর হতে বেসামরিক বিমান চলাচল বিভাগের ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ওয়াবদার সদস্য (প্রশাসন) জনাব এ এস এম আহমেদ এস্টাবলিস্ট ডিভিশনের অফিসার অন স্পেশাল ডিউটি নিযুক্ত হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের অফিসার জনাব এ এস এম নুরুন্নবী কেবিনেট এ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। স্টাবলিস্টম্যান ডিভিশনের এসাইনমেন্ট অফিসার জনাব জি কে এস এম শাহজাহান আলী কেবিনেট এয়ার ফোর্সের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। মিস্টার চিত্তহরণ শাহ সেকশন অফিসার (অস্থায়ী) পূর্ত, গৃহনির্মাণ, বিদ্যুৎ এবং সেচ দফতরের সেকশন অফিসার নিযুক্ত হয়েছেন।

সূত্র : দিনলিপি, বঙ্গবন্ধুর শাসন সময়, ১৯৭