প্রকাশ পেলো লোপার ‘ঝরা পাতার কাব্য’

বেশ খানিকটা বিরতির পরই কণ্ঠশিল্পী লোপা হোসেইন নতুন গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে উপস্থিত হয়েছেন। ‘ঝরা পাতার কাব্য’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গেলো ২১ জানুয়ারি বিকেলে প্রকাশিত হয়েছে। এ গানটি লোপার ‘আত্মাসঙ্গী’ অ্যালবামের একটি গান। নতুন বছরের শুরুতেই নতুন এই গানের জন্য চারিদিক থেকে ভালো সাড়া পাওয়ায় যাচ্ছে বলে জানিয়েছেন লোপা। লোপা বলেন, ‘আমার ৩য় একক অ্যালবাম আত্মা সঙ্গী’র সবগুলো গান আমার ভীষণ পছন্দের। নিজের গান বলে বলছি না। কাজের ক্ষেত্রে আমি খুব খুঁতখুঁতে টাইপের মানুষ। এমনকি নিজেরটার ক্ষেত্রে যেন আরো একটু বেশি। পছন্দ না হলে নিজের কাজ নিয়েও খুব একটা উচ্চবাচ্য করিনা। এই অ্যালবামে সীরাজুম মুনির আমার জন্য একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। পাঁচটা পাঁচ রকমের গান। চেষ্টা করেছি উতরে যেতে। যদিও আমার গায়কীতে অ্যালবামের গীতিকার, সুরকার নিজে খুব মুগ্ধ। একেবারেই কম বাজেটে সাদামাটা একটি মিউজিক ভিডিও করে প্রকাশ করেছি। আমার একটাই উদ্দেশ্যে শ্রোতাদের কাছে ভালো গান পৌঁছে দেয়া। কানি শান্তি দেয়ার মতো গান ঝরাপাতার কাব্যকে যারা ভালোবাসছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ ‘ঝরা পাতার কাব্য’ গানটি লিখেছেন ও সুর করেছেন সীরাজুম মুনির। সঙ্গীতায়োজন করেছেন তাহসিন আহমেদ। ভিডিও নির্মাণ করেছে ইভলভ আর্ট সেন্টার। এই মিউজিক ভিডিওটি লোপার ‘আত্মাসঙ্গী’ অ্যালবামের প্রথম কোন গানের মিউজিক ভিডিও।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

প্রকাশ পেলো লোপার ‘ঝরা পাতার কাব্য’

বিনোদন প্রতিবেদক |

image

বেশ খানিকটা বিরতির পরই কণ্ঠশিল্পী লোপা হোসেইন নতুন গান নিয়ে শ্রোতা দর্শকের মধ্যে উপস্থিত হয়েছেন। ‘ঝরা পাতার কাব্য’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গেলো ২১ জানুয়ারি বিকেলে প্রকাশিত হয়েছে। এ গানটি লোপার ‘আত্মাসঙ্গী’ অ্যালবামের একটি গান। নতুন বছরের শুরুতেই নতুন এই গানের জন্য চারিদিক থেকে ভালো সাড়া পাওয়ায় যাচ্ছে বলে জানিয়েছেন লোপা। লোপা বলেন, ‘আমার ৩য় একক অ্যালবাম আত্মা সঙ্গী’র সবগুলো গান আমার ভীষণ পছন্দের। নিজের গান বলে বলছি না। কাজের ক্ষেত্রে আমি খুব খুঁতখুঁতে টাইপের মানুষ। এমনকি নিজেরটার ক্ষেত্রে যেন আরো একটু বেশি। পছন্দ না হলে নিজের কাজ নিয়েও খুব একটা উচ্চবাচ্য করিনা। এই অ্যালবামে সীরাজুম মুনির আমার জন্য একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। পাঁচটা পাঁচ রকমের গান। চেষ্টা করেছি উতরে যেতে। যদিও আমার গায়কীতে অ্যালবামের গীতিকার, সুরকার নিজে খুব মুগ্ধ। একেবারেই কম বাজেটে সাদামাটা একটি মিউজিক ভিডিও করে প্রকাশ করেছি। আমার একটাই উদ্দেশ্যে শ্রোতাদের কাছে ভালো গান পৌঁছে দেয়া। কানি শান্তি দেয়ার মতো গান ঝরাপাতার কাব্যকে যারা ভালোবাসছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ ‘ঝরা পাতার কাব্য’ গানটি লিখেছেন ও সুর করেছেন সীরাজুম মুনির। সঙ্গীতায়োজন করেছেন তাহসিন আহমেদ। ভিডিও নির্মাণ করেছে ইভলভ আর্ট সেন্টার। এই মিউজিক ভিডিওটি লোপার ‘আত্মাসঙ্গী’ অ্যালবামের প্রথম কোন গানের মিউজিক ভিডিও।