ছেলের সঙ্গে প্রকাশ হলো ঈশিতার গানের ভিডিও

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় ঈশিতা। তবে উপস্থাপক ও সঙ্গীতশিল্পী হিসেবেও তার আলাদা পরিচয় রয়েছে। গেল বছর তার গাওয়া ‘আমার অভিমান’ নামের একটি গান প্রকাশ হয়েছিল। ইউটিউবে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সঙ্গে প্রশংসাও জোটে অনেক। নতুন বছরে ঈশিতা নিয়ে এসেছেন নতুন একটি গান। যেটি তিনি গেয়েছেন তার ছেলে যাভীরের সঙ্গে। গানটি মূলত কাভার সং। গানের নাম ‘আবার এলো যে সন্ধ্যা’। কিংবদন্তি সঙ্গীতকার লাকী আখন্দের সৃষ্ট কালজয়ী এই গানটি দ্বৈতভাবে গেয়েছেন মা-ছেলে। ঈশিতা ও যাভীরের কণ্ঠে ‘আবার এলো যে সন্ধ্যা’ প্রকাশ করেছে জি সিরিজ। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ উন্মুক্ত করা হয় গানটি। ঈশিতা ও তার ছেলের জন্য ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। এর ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি নিয়ে ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করা। এই গানটি আমাদের দুজনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।’

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

ছেলের সঙ্গে প্রকাশ হলো ঈশিতার গানের ভিডিও

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় ঈশিতা। তবে উপস্থাপক ও সঙ্গীতশিল্পী হিসেবেও তার আলাদা পরিচয় রয়েছে। গেল বছর তার গাওয়া ‘আমার অভিমান’ নামের একটি গান প্রকাশ হয়েছিল। ইউটিউবে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সঙ্গে প্রশংসাও জোটে অনেক। নতুন বছরে ঈশিতা নিয়ে এসেছেন নতুন একটি গান। যেটি তিনি গেয়েছেন তার ছেলে যাভীরের সঙ্গে। গানটি মূলত কাভার সং। গানের নাম ‘আবার এলো যে সন্ধ্যা’। কিংবদন্তি সঙ্গীতকার লাকী আখন্দের সৃষ্ট কালজয়ী এই গানটি দ্বৈতভাবে গেয়েছেন মা-ছেলে। ঈশিতা ও যাভীরের কণ্ঠে ‘আবার এলো যে সন্ধ্যা’ প্রকাশ করেছে জি সিরিজ। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ উন্মুক্ত করা হয় গানটি। ঈশিতা ও তার ছেলের জন্য ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। এর ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি নিয়ে ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করা। এই গানটি আমাদের দুজনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।’