দায়িত্বে অবহেলায় কঠোর শাস্তি সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আমি চাই না ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে কোন অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি আমাদের পর্যন্ত আসুক। ছোটখাটো কোন সমস্যা হলে স্ব স্ব বাহিনীর প্রধানের মাধ্যমে নিষ্পত্তি করবেন। দায়িত্ব পালনে অবহেলা করা হলে ছাড় দেয়া হবে না, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ছিলেন পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপার। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।

নূরুল হুদা বলেন, কোন গাফিলতি হলে আপনারা নিজেরাই তা সমাধান করবেন পুলিশ, বিজিবি, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে। কোন বিচ্যুতি হলে সমাধান করবেন। যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, সে অবস্থা সৃষ্টি হয়। কোন বিচ্যুতি হলে কাউকে ছাড়বো না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবো। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে। আশা করি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সহায়তা পাবো। অতীতে যেমন সহায়তা পেয়েছি, আশা করি এবারও পাবো।

তিনি বলেন, প্রায়ই অভিযোগ আসে, কেন্দ্রে এজেন্ট নেই। আপনারা নিশ্চয়ই এজেন্টদের বাড়ি থেকে কেন্দ্রে আনবেন না। কিন্তু কেন্দ্র থেকে কোন প্রার্থীর এজেন্ট যেন কেউ বের করে দিতে না পারে। আমাদের ইভিএম অনেক উন্নত মানের। এর মাধ্যমে ভুয়া ভোট দেয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইভিএম দেখে গেছেন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূতও দেখতে আসবেন। সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন আজ।

আরও খবর
সংসদে ৮২৩৮ জন ঋণখেলাপির তালিকা
ই-পাসপোর্ট জাতির জন্য ‘মুজিববর্ষের’ উপহার : প্রধানমন্ত্রী
পলাতক সিনহাসহ ১১ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ঢাকার অলিগলিতে প্রার্থীরা জমজমাট নির্বাচনী আমেজ
ঢাকাকে প্রতিবেশ সংকটাপন্ন ঘোষণা দেয়া দরকার হাইকোর্ট
ই-পাসপোর্ট সংক্রান্ত তথ্যাবলি
পলিথিন মোড়ানো পোস্টার বন্ধের নির্দেশ
মায়ানমারে গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে
গণতন্ত্র সূচকে ৮ ধাপ অগ্রগতি বাংলাদেশের
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তাবিথের বিরুদ্ধে
হাজার কোটি টাকার ইউরিয়া সার লোপাট
ক্ষণগণনা
‘পিতা তুমি বাংলাদেশ’ মুজিববর্ষে চট্টগ্রামে ম্যুরাল নির্মাণ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

সিটি নির্বাচন

দায়িত্বে অবহেলায় কঠোর শাস্তি সিইসি

নিজস্ব বার্তা পরিবেশক |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আমি চাই না ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে কোন অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি আমাদের পর্যন্ত আসুক। ছোটখাটো কোন সমস্যা হলে স্ব স্ব বাহিনীর প্রধানের মাধ্যমে নিষ্পত্তি করবেন। দায়িত্ব পালনে অবহেলা করা হলে ছাড় দেয়া হবে না, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ছিলেন পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপার। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।

নূরুল হুদা বলেন, কোন গাফিলতি হলে আপনারা নিজেরাই তা সমাধান করবেন পুলিশ, বিজিবি, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে। কোন বিচ্যুতি হলে সমাধান করবেন। যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, সে অবস্থা সৃষ্টি হয়। কোন বিচ্যুতি হলে কাউকে ছাড়বো না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবো। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে। আশা করি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সহায়তা পাবো। অতীতে যেমন সহায়তা পেয়েছি, আশা করি এবারও পাবো।

তিনি বলেন, প্রায়ই অভিযোগ আসে, কেন্দ্রে এজেন্ট নেই। আপনারা নিশ্চয়ই এজেন্টদের বাড়ি থেকে কেন্দ্রে আনবেন না। কিন্তু কেন্দ্র থেকে কোন প্রার্থীর এজেন্ট যেন কেউ বের করে দিতে না পারে। আমাদের ইভিএম অনেক উন্নত মানের। এর মাধ্যমে ভুয়া ভোট দেয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইভিএম দেখে গেছেন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূতও দেখতে আসবেন। সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন আজ।