সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ঝরলো পাঁচ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে টাঙ্গাঈল ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে ৪ জন এবং ফরিদপুরে একজন প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত কমপক্ষে ৫ জন আহত হয়েছে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড় ও বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় ভোর রাতে ও সকালে পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো- ট্রাকের হেলপাড় ইমন হোসেন (১৬)। সে ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। হেলপাড় রেদানুর হক খান (৩২) মারা যায়। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আবদুস সালাম খানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘনকুয়াশার কারণে ভোর রাতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা এলাকায় একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপাড় রেদানুর হক খান (৩২) মারা যায়। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আবদুস সালাম খানের ছেলে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)।

স্থানীয়, পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে,নিহত ওই ২ মোটরসাইকেল আরোহী একটি চাউল ভর্তি ট্রাককে (রাজ মেট্রো-ট-১১-০২০৯) ওভারটেক করার সময় সামনে থেকে আসা পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে রহনপুর ফায়ারসার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে দুপুর ২টার দিকে পথিমধ্যে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক মিলন পলাতক রয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানায়,

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে অজ্ঞাত একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মিন্টু শেখ (৩৫) নামের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মিন্টু গোপালগজ্ঞ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের মৃত আরমান শেখের পুত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে যাত্রী নিয়ে ভাঙ্গার আজিমনগর এলাকায় আসছিল। পথিমধ্যে মিন্টু ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে রাস্তা হারিয়ে ফেলে। তখন মিন্টু গাড়ি থেকে রাস্তায় নেমে রাস্তা খোঁজ করছিল। এ সময়ে ঢাকাগামী অজ্ঞাত পরিবহন মিন্টুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

আরও খবর
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর
শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ নেতারা টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল
রপ্তানি ৫০ লাখ ডলার হলে বস্ত্র খাতের প্রতিষ্ঠান এসএমইর মর্যাদা পাবে
রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে : কাদের
আজ সমাপ্ত দিনের লোকনাট্য ‘ধামাইল’
কক্সবাজারে সৈকত সাংস্কৃতিক উৎসব
সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা
পুলিশের ভুলে এক দিন জেল খাটলো তোতলা মিজান
মোহাম্মদ নাসিমের এপিএসকে দুদকে তলব
জাবি শিক্ষক-শিক্ষার্থীদের মুখোশ পরে বিক্ষোভ
বিএনপি নেতা আমীর খসরু মিথ্যা ভাষণ দিচ্ছেন তথ্যমন্ত্রী
ঢাকা ক্লাবের শীতবস্ত্র বিতরণ
এটিএম বুথের টাকা লুটের নানা কাহিনী

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ঝরলো পাঁচ প্রাণ

সংবাদ ডেস্ক |

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে টাঙ্গাঈল ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে ৪ জন এবং ফরিদপুরে একজন প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত কমপক্ষে ৫ জন আহত হয়েছে। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড় ও বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় ভোর রাতে ও সকালে পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো- ট্রাকের হেলপাড় ইমন হোসেন (১৬)। সে ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। হেলপাড় রেদানুর হক খান (৩২) মারা যায়। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আবদুস সালাম খানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘনকুয়াশার কারণে ভোর রাতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর কামাক্ষা মোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঘনকুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে টোলপ্লাজা এলাকায় একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপাড় রেদানুর হক খান (৩২) মারা যায়। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আবদুস সালাম খানের ছেলে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)।

স্থানীয়, পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে,নিহত ওই ২ মোটরসাইকেল আরোহী একটি চাউল ভর্তি ট্রাককে (রাজ মেট্রো-ট-১১-০২০৯) ওভারটেক করার সময় সামনে থেকে আসা পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে রহনপুর ফায়ারসার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে দুপুর ২টার দিকে পথিমধ্যে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক মিলন পলাতক রয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানায়,

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে অজ্ঞাত একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মিন্টু শেখ (৩৫) নামের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মিন্টু গোপালগজ্ঞ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের মৃত আরমান শেখের পুত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে যাত্রী নিয়ে ভাঙ্গার আজিমনগর এলাকায় আসছিল। পথিমধ্যে মিন্টু ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে রাস্তা হারিয়ে ফেলে। তখন মিন্টু গাড়ি থেকে রাস্তায় নেমে রাস্তা খোঁজ করছিল। এ সময়ে ঢাকাগামী অজ্ঞাত পরিবহন মিন্টুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।