রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশীয় লবণ ও চিংড়ি শিল্পকে রক্ষা করা হবে। লবণ ও চিংড়ি চাষিরা যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখবে সরকার। প্রান্তিক চাষীদের জীবনমান উন্নয়নে সুরক্ষা নিশ্চিত করতে দেশে আর লবণ আমদানি সিন্ডিকেট থাকবে না। বিষয়টির আলোকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। কারণ সরকার প্রধান শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করেন। জনগণকে বেশি ভালোবাসেন। তিনি বলেন, বাংলাদেশের ৪৪ বছরের ইতিহাসে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা, মানবিক সফল মানবদরদী নেতা শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়ন অভিযাত্রার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদা আসনে পৌঁছে দিয়েছেন। সেইজন্য সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে সম্মাননা দিয়েছেন আর্ন্তজাতিক সংস্থা সমূহ।

কক্সবাজারের চকরিয়ায় এক সময় মানুষের আর্তনাত আর নির্যাতনের কাহিনী শোনা যেত। মানুষের রক্ত আর চোখের পানিতে একাকার হতো মাতামুহুরী। বর্তমানে সেইদিন নেই। এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল পাচ্ছে চকরিয়া-পেকুয়াবাসি। উন্নয়নে আজ মহাখুশি এ জনপদের মানুষ। আগামী একবছরে চকরিয়ার প্রতিটি ঘরে বিদ্যুৎ যাবে। চকরিয়া শহরে হবে আধুনিকমানের ফ্লাইওভার। এখন জাইকার অর্থায়নে মাতামুহুরী সেতুর নির্মাণ কাজ চলছে। হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে চকরিয়া-পেকুয়া কেন্দ্রীক প্রতিটি সড়কের উন্নয়ন ও মেরামতকরণে অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে।

আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চকরিয়াবাসীর কাছে এমপি জাফর আলমকে দিয়ে গেলাম। এলাকার সমস্যা তাকে বলুন। তার জন্য ও চকরিয়াবাসীর জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে। আপনাদের প্রতিনিধি জাফরের মাধ্যমে চাওয়া মাত্রই সব উন্নয়ন প্রকল্প গুরুত্বের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। ওই সময় চকরিয়া সরকারি কলেজের বাইন্ডারি ওয়াল এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে বলেন জাফর আলম এমপিকে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ আওয়ামী লীগে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ। সংবর্ধনা সভাটি চকরিয়া পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার ২৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকা থেকে আগত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিশাল জনসভায় রূপ নেয়।

গতকাল ২২ জানুয়ারি (বুধবার) বিকেলে কক্সবাজারের চকরিয়া কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী (শেখ হাসিনা) সেদিন সীমান্তের উদার দুয়ার খুলে দিয়েছেন- মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য। নেতা কর্মীদের নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম-আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। আজকে কক্সবাজারের মানুষ অস্তিত্বের সংকটে। উখিয়া টেকনাফের মানুষ আতঙ্কে আছে। তারা নিজভূমে পরবাসী হয়ে গেছে। আমরা যাদের মানবিক আশ্রয় দিয়েছিলাম- আজকে তাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে পতিত হয়েছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা চাপে আমাদের ধৈর্য্যরে বাধ ভেঙে যাচ্ছে। তাদের ফেরত পাঠাতে ভারত-চীনকে সহযোগিতার অনুরোধ জানানো হবে। আগামীকাল (আজ) বিষয়টি নিয়ে আর্ন্তজাতিক আদালতে রায় ঘোষণার দিনধার্য্য আছে। আমরা আশা করব রায় বাংলাদেশের পক্ষে হবে।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সায়মুন সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক এমপি আবদুর রহমান বদি, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।

জনভায় আরও বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশমান, যুগ্ম-সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব আবুল কাশেম, কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা চেয়ারম্যান, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা দুবাই, বন ও পরিবেশ সম্পাদক সাহাবউদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বশির আহমদ, আমান উল্লাহ আমান, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, মোজাফ্ফর হোসেন পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মোহাম্মদ মারুপ, সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।

উল্লেখ্য, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌঁছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগদেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সদ্য প্রয়াত জয়নাল আবেদিন বাচ্চুর চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতিতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপরই তিনি বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। পরে তিনি সন্ধ্যায় সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন।

আরও খবর
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর
শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ নেতারা টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল
সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ঝরলো পাঁচ প্রাণ
রপ্তানি ৫০ লাখ ডলার হলে বস্ত্র খাতের প্রতিষ্ঠান এসএমইর মর্যাদা পাবে
আজ সমাপ্ত দিনের লোকনাট্য ‘ধামাইল’
কক্সবাজারে সৈকত সাংস্কৃতিক উৎসব
সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা
পুলিশের ভুলে এক দিন জেল খাটলো তোতলা মিজান
মোহাম্মদ নাসিমের এপিএসকে দুদকে তলব
জাবি শিক্ষক-শিক্ষার্থীদের মুখোশ পরে বিক্ষোভ
বিএনপি নেতা আমীর খসরু মিথ্যা ভাষণ দিচ্ছেন তথ্যমন্ত্রী
ঢাকা ক্লাবের শীতবস্ত্র বিতরণ
এটিএম বুথের টাকা লুটের নানা কাহিনী

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে : কাদের

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, দেশীয় লবণ ও চিংড়ি শিল্পকে রক্ষা করা হবে। লবণ ও চিংড়ি চাষিরা যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখবে সরকার। প্রান্তিক চাষীদের জীবনমান উন্নয়নে সুরক্ষা নিশ্চিত করতে দেশে আর লবণ আমদানি সিন্ডিকেট থাকবে না। বিষয়টির আলোকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। কারণ সরকার প্রধান শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করেন। জনগণকে বেশি ভালোবাসেন। তিনি বলেন, বাংলাদেশের ৪৪ বছরের ইতিহাসে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা, মানবিক সফল মানবদরদী নেতা শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে আজ উন্নয়ন অভিযাত্রার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদা আসনে পৌঁছে দিয়েছেন। সেইজন্য সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে সম্মাননা দিয়েছেন আর্ন্তজাতিক সংস্থা সমূহ।

কক্সবাজারের চকরিয়ায় এক সময় মানুষের আর্তনাত আর নির্যাতনের কাহিনী শোনা যেত। মানুষের রক্ত আর চোখের পানিতে একাকার হতো মাতামুহুরী। বর্তমানে সেইদিন নেই। এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল পাচ্ছে চকরিয়া-পেকুয়াবাসি। উন্নয়নে আজ মহাখুশি এ জনপদের মানুষ। আগামী একবছরে চকরিয়ার প্রতিটি ঘরে বিদ্যুৎ যাবে। চকরিয়া শহরে হবে আধুনিকমানের ফ্লাইওভার। এখন জাইকার অর্থায়নে মাতামুহুরী সেতুর নির্মাণ কাজ চলছে। হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে চকরিয়া-পেকুয়া কেন্দ্রীক প্রতিটি সড়কের উন্নয়ন ও মেরামতকরণে অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে।

আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চকরিয়াবাসীর কাছে এমপি জাফর আলমকে দিয়ে গেলাম। এলাকার সমস্যা তাকে বলুন। তার জন্য ও চকরিয়াবাসীর জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে। আপনাদের প্রতিনিধি জাফরের মাধ্যমে চাওয়া মাত্রই সব উন্নয়ন প্রকল্প গুরুত্বের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। ওই সময় চকরিয়া সরকারি কলেজের বাইন্ডারি ওয়াল এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে বলেন জাফর আলম এমপিকে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ আওয়ামী লীগে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ। সংবর্ধনা সভাটি চকরিয়া পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার ২৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকা থেকে আগত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বিশাল জনসভায় রূপ নেয়।

গতকাল ২২ জানুয়ারি (বুধবার) বিকেলে কক্সবাজারের চকরিয়া কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী (শেখ হাসিনা) সেদিন সীমান্তের উদার দুয়ার খুলে দিয়েছেন- মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য। নেতা কর্মীদের নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম-আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। আজকে কক্সবাজারের মানুষ অস্তিত্বের সংকটে। উখিয়া টেকনাফের মানুষ আতঙ্কে আছে। তারা নিজভূমে পরবাসী হয়ে গেছে। আমরা যাদের মানবিক আশ্রয় দিয়েছিলাম- আজকে তাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে পতিত হয়েছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা চাপে আমাদের ধৈর্য্যরে বাধ ভেঙে যাচ্ছে। তাদের ফেরত পাঠাতে ভারত-চীনকে সহযোগিতার অনুরোধ জানানো হবে। আগামীকাল (আজ) বিষয়টি নিয়ে আর্ন্তজাতিক আদালতে রায় ঘোষণার দিনধার্য্য আছে। আমরা আশা করব রায় বাংলাদেশের পক্ষে হবে।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সায়মুন সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক এমপি আবদুর রহমান বদি, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।

জনভায় আরও বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশমান, যুগ্ম-সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব আবুল কাশেম, কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা চেয়ারম্যান, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু মুছা দুবাই, বন ও পরিবেশ সম্পাদক সাহাবউদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বশির আহমদ, আমান উল্লাহ আমান, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া, লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, মোজাফ্ফর হোসেন পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মোহাম্মদ মারুপ, সাধারণ সম্পাদক আকিত হোসেন সাজিব, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।

উল্লেখ্য, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌঁছে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগদেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সদ্য প্রয়াত জয়নাল আবেদিন বাচ্চুর চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতিতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপরই তিনি বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। পরে তিনি সন্ধ্যায় সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন।