বিএনপি নেতা আমীর খসরু মিথ্যা ভাষণ দিচ্ছেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন, বিএনপি নেতা আমীর খসরু চৌধুরী সাহেব মিথ্যা ভাষণ দিচ্ছেন। মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন। তাদের বলবো এ ধরনের মিথ্যা ভাষণ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না।

গতকাল দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের স্মরণে নাগরিক শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এর বড় ভাই ইসমাঈল হোসেন মানিকের সভাপতিত্বে চুনতি মহেরেুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলমে উদ্দীন আহমেদ এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ওয়াসিকা আয়শা খানম এমপি, কানিজ ফাতেমা এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও গবষেণা সম্পাদক ড. সেলিম আহমেদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। স্বাগত বক্তব্য দেন আবু রেজা নেজামুদ্দীন নদভী এমপি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহম্মেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। গতকাল দেখতে পেলাম বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সেখানে নাকি প্রবাসী ও মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন।

ড. হাছান মাহমুদ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রাম-৮ আসনের মহানগর অংশে ভোটারের সংখ্যা প্রায় পৌনে ৪ লাখ। তারমধ্যে মোসলেম উদ্দীন আহমেদ চৌধুরী মাত্র ৩৬ হাজার ভোট পয়েছেনে। যদি ভোট কেন্দ্র দখল হতো এবং তার ভাষ্য অনুযায়ী এই ধরনের ভোটাররা ভোট দিত তাহলে মোসলেম উদ্দীন আহমেদ ৩৬ হাজার নয় ১ থেকে ২ লাখ ভোট পেত। এই ধরনের মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।তাদের বলব এ ধরনের মিথ্যা ভাষণ দিয়ে লাভ নেই, জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে রয়েছে।

মন্ত্রী বলেন, এখানে পুরোপুরি সুষ্ঠু ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন নির্বাচিত হয়েছেন। ভোট পুরোপুরি সুষ্ঠু হয়েছে বলেই ২৫% ভোট পড়েছে, তা নাহলে ভোট আরও বেশি পড়ত।

আরও খবর
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর
শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ নেতারা টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল
সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ঝরলো পাঁচ প্রাণ
রপ্তানি ৫০ লাখ ডলার হলে বস্ত্র খাতের প্রতিষ্ঠান এসএমইর মর্যাদা পাবে
রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে : কাদের
আজ সমাপ্ত দিনের লোকনাট্য ‘ধামাইল’
কক্সবাজারে সৈকত সাংস্কৃতিক উৎসব
সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা
পুলিশের ভুলে এক দিন জেল খাটলো তোতলা মিজান
মোহাম্মদ নাসিমের এপিএসকে দুদকে তলব
জাবি শিক্ষক-শিক্ষার্থীদের মুখোশ পরে বিক্ষোভ
ঢাকা ক্লাবের শীতবস্ত্র বিতরণ
এটিএম বুথের টাকা লুটের নানা কাহিনী

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ , ৯ মাঘ ১৪২৬, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

বিএনপি নেতা আমীর খসরু মিথ্যা ভাষণ দিচ্ছেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন, বিএনপি নেতা আমীর খসরু চৌধুরী সাহেব মিথ্যা ভাষণ দিচ্ছেন। মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন। তাদের বলবো এ ধরনের মিথ্যা ভাষণ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না।

গতকাল দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের স্মরণে নাগরিক শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এর বড় ভাই ইসমাঈল হোসেন মানিকের সভাপতিত্বে চুনতি মহেরেুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলমে উদ্দীন আহমেদ এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ওয়াসিকা আয়শা খানম এমপি, কানিজ ফাতেমা এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও গবষেণা সম্পাদক ড. সেলিম আহমেদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। স্বাগত বক্তব্য দেন আবু রেজা নেজামুদ্দীন নদভী এমপি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহম্মেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। গতকাল দেখতে পেলাম বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সেখানে নাকি প্রবাসী ও মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন।

ড. হাছান মাহমুদ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রাম-৮ আসনের মহানগর অংশে ভোটারের সংখ্যা প্রায় পৌনে ৪ লাখ। তারমধ্যে মোসলেম উদ্দীন আহমেদ চৌধুরী মাত্র ৩৬ হাজার ভোট পয়েছেনে। যদি ভোট কেন্দ্র দখল হতো এবং তার ভাষ্য অনুযায়ী এই ধরনের ভোটাররা ভোট দিত তাহলে মোসলেম উদ্দীন আহমেদ ৩৬ হাজার নয় ১ থেকে ২ লাখ ভোট পেত। এই ধরনের মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।তাদের বলব এ ধরনের মিথ্যা ভাষণ দিয়ে লাভ নেই, জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে রয়েছে।

মন্ত্রী বলেন, এখানে পুরোপুরি সুষ্ঠু ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন নির্বাচিত হয়েছেন। ভোট পুরোপুরি সুষ্ঠু হয়েছে বলেই ২৫% ভোট পড়েছে, তা নাহলে ভোট আরও বেশি পড়ত।