আজ গাজীপুরে গাইবেন সনু নিগম

কিছুদিন আগেই রাজধানীতে একটি কনসার্টে অংশ নিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগম। এবার জেলা শহর গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আজ একটি বর্ণাঢ্য কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্টে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। আজ বিকেলে অনুষ্ঠিতব্য এ কনসার্টের আয়োজক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন (জেডএইএফ)। প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক পরিচালিত। মূলত এ অনুষ্ঠানের মাধ্যমে জেডএইএফ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানের শিক্ষা বিষয়ক কার্যক্রম শেষে সাংস্কৃতিক পর্বে গান গাইবেন সনু নিগম। তার আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী, মেহজাবিন চৌধুরী, সেরা নাচিয়ে মিম চৌধুরী, সিনথিয়া ও লাবণ্যর নৃত্য। নৃত্যের মাধ্যমে এ শিল্পীরা তুলে ধরবেন বাংলার ষড়ঋতু ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া বিষয়ক দৃশ্যাবলী। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতি বছরই আমি এ ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এটি একটি সমাজসেবামূলক কাজ। ব্যক্তিগত উদ্যোগেই আমি এটি করে থাকি। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত জনসাধারনের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে।’

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ , ১০ মাঘ ১৪২৬, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

আজ গাজীপুরে গাইবেন সনু নিগম

বিনোদন প্রতিবেদক |

image

কিছুদিন আগেই রাজধানীতে একটি কনসার্টে অংশ নিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগম। এবার জেলা শহর গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আজ একটি বর্ণাঢ্য কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্টে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। আজ বিকেলে অনুষ্ঠিতব্য এ কনসার্টের আয়োজক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন (জেডএইএফ)। প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক পরিচালিত। মূলত এ অনুষ্ঠানের মাধ্যমে জেডএইএফ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানের শিক্ষা বিষয়ক কার্যক্রম শেষে সাংস্কৃতিক পর্বে গান গাইবেন সনু নিগম। তার আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী, মেহজাবিন চৌধুরী, সেরা নাচিয়ে মিম চৌধুরী, সিনথিয়া ও লাবণ্যর নৃত্য। নৃত্যের মাধ্যমে এ শিল্পীরা তুলে ধরবেন বাংলার ষড়ঋতু ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া বিষয়ক দৃশ্যাবলী। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতি বছরই আমি এ ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এটি একটি সমাজসেবামূলক কাজ। ব্যক্তিগত উদ্যোগেই আমি এটি করে থাকি। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত জনসাধারনের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে।’