অনুষ্ঠিত হলো টিইডিএক্স গুলশান

সম্প্রতি রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘ইনোভেশন এনভেলিং সোশ্যাল চেঞ্জ’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘টিইডিএক্স গুলশান’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে উপার্জিত টাকা দেশে নিয়ে আসার ক্ষেত্রে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা এবং এ খাতে বিরাজমান সমস্যাসমূহ সমাধান করে কীভাবে ফ্রিল্যান্সিংকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেয়া যেতে পারে সে বিষয়গুলো তুলে ধরেন।

টিইডিএক্স গুলশানের প্রেসিডেন্ট ও কিউরেটর আশফাক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএন গ্লোবাল কমপ্যাক্ট বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালের ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ তামজিদ-উর রহমান, অক্সফোর্ড স্কলার অ্যান্ড ফ্যাকাল্টি ববি হাজ্জাজ এবং আন্তর্জাতিক টিইডিএক্স স্পিকার ও বলিউড অভিনেতা মেজর মোহাম্মদ আলী শাহ।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন সেশনে কাজী আইটি সেন্টার লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা মাহবুব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক, সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম. কাদির, রহিমা আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক, নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচালক ড. ক্যাথরিন লি, রূপায়ন গ্রুপের ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান, অ্যানচ্যান্ট ইভেন্টস অ্যান্ড প্রিন্টসের সৌসান খান মঈন এবং বিবি প্রোডাকশনস ফ্যাশন ফর ডেভেলপমেন্টের বিবি রাসেল বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ , ১০ মাঘ ১৪২৬, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

অনুষ্ঠিত হলো টিইডিএক্স গুলশান

image

সম্প্রতি রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘ইনোভেশন এনভেলিং সোশ্যাল চেঞ্জ’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘টিইডিএক্স গুলশান’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে উপার্জিত টাকা দেশে নিয়ে আসার ক্ষেত্রে থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা এবং এ খাতে বিরাজমান সমস্যাসমূহ সমাধান করে কীভাবে ফ্রিল্যান্সিংকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেয়া যেতে পারে সে বিষয়গুলো তুলে ধরেন।

টিইডিএক্স গুলশানের প্রেসিডেন্ট ও কিউরেটর আশফাক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএন গ্লোবাল কমপ্যাক্ট বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালের ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ তামজিদ-উর রহমান, অক্সফোর্ড স্কলার অ্যান্ড ফ্যাকাল্টি ববি হাজ্জাজ এবং আন্তর্জাতিক টিইডিএক্স স্পিকার ও বলিউড অভিনেতা মেজর মোহাম্মদ আলী শাহ।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন সেশনে কাজী আইটি সেন্টার লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা মাহবুব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক, সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম. কাদির, রহিমা আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক, নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচালক ড. ক্যাথরিন লি, রূপায়ন গ্রুপের ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান, অ্যানচ্যান্ট ইভেন্টস অ্যান্ড প্রিন্টসের সৌসান খান মঈন এবং বিবি প্রোডাকশনস ফ্যাশন ফর ডেভেলপমেন্টের বিবি রাসেল বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি।