নতুন বছরের শুভেচ্ছা বিনিময় রাবাব ফাতিমার

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে গত ২২ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় নতুন বছর ২০২০-কে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

প্রথম প্রেস সচিব নুরএলাহী মিনার সঞ্চালনায় রাষ্ট্রদূত ফাতিমা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাজানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং কূটনৈতিক প্রজ্ঞায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলেছে। এই ঘনিষ্ট সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর আরও সাফল্যের সঙ্গে জাতিসংঘে তুলে ধরতে স্থায়ী মিশন নিরলস ভাবে কাজ কওে যাচ্ছে। তার বক্তব্যে উঠে আসে ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখহাসিনার অংশগ্রহণ, রোহিঙ্গা ইস্যু, শান্তিরক্ষাকার্যক্রম, জাতিসংঘ নেতাদেরকে বাংলাদেশ বিষয়ে সচেতন রাখা, বিভিন্ন রেজুলেশনে সহযোগী ও সমন্বয়কের ভূমিকা পালন, নির্বাচনে বিজয়, শান্তির সংস্কৃতি রেজ্যুলেশনগ্রহল, জাতিসংঘের তহলবিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, নিরাপত্তা পরিষদে সম্পৃক্ততা, একাত্তুরের গণহত্যার আন্তর্জাতিকীকরণ, জাতিসংঘে প্রথমবারের মতো শোকদিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, গ্রুপ অব ফ্রেন্ডসপ্লাটফর্মকে এগিয়ে নেয়া ও কোমল কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ সালে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতার বিভিন্ন দিক। এ সব অংশগ্রহণ ও অর্জিত সাফল্যেও বিষয়গুলো সহজভাবে সারাবছর প্রবাসী বাঙালিসহ দেশের জনগণের মাঝে সংবাদের মাধ্যমে উপস্থাপনের জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিভিন্ন পরিকল্পনাসহ ২০২০-এ জাতিসংঘে বাংলাদেশের যে সব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে সে সম্বন্ধে আলোকপাত করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যু, মুজিববর্ষ উদযাপন, শান্তিরক্ষা কার্যক্রম ও এসডিজি বাস্তবায়ন সহজাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ , ১০ মাঘ ১৪২৬, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

জাতিসংঘ মিশনে সাংবাদিকদের সঙ্গে

নতুন বছরের শুভেচ্ছা বিনিময় রাবাব ফাতিমার

প্রতিনিধি, যুক্তরাষ্ট্র

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে গত ২২ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় নতুন বছর ২০২০-কে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

প্রথম প্রেস সচিব নুরএলাহী মিনার সঞ্চালনায় রাষ্ট্রদূত ফাতিমা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাজানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং কূটনৈতিক প্রজ্ঞায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলেছে। এই ঘনিষ্ট সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর আরও সাফল্যের সঙ্গে জাতিসংঘে তুলে ধরতে স্থায়ী মিশন নিরলস ভাবে কাজ কওে যাচ্ছে। তার বক্তব্যে উঠে আসে ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখহাসিনার অংশগ্রহণ, রোহিঙ্গা ইস্যু, শান্তিরক্ষাকার্যক্রম, জাতিসংঘ নেতাদেরকে বাংলাদেশ বিষয়ে সচেতন রাখা, বিভিন্ন রেজুলেশনে সহযোগী ও সমন্বয়কের ভূমিকা পালন, নির্বাচনে বিজয়, শান্তির সংস্কৃতি রেজ্যুলেশনগ্রহল, জাতিসংঘের তহলবিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, নিরাপত্তা পরিষদে সম্পৃক্ততা, একাত্তুরের গণহত্যার আন্তর্জাতিকীকরণ, জাতিসংঘে প্রথমবারের মতো শোকদিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, গ্রুপ অব ফ্রেন্ডসপ্লাটফর্মকে এগিয়ে নেয়া ও কোমল কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ সালে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতার বিভিন্ন দিক। এ সব অংশগ্রহণ ও অর্জিত সাফল্যেও বিষয়গুলো সহজভাবে সারাবছর প্রবাসী বাঙালিসহ দেশের জনগণের মাঝে সংবাদের মাধ্যমে উপস্থাপনের জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিভিন্ন পরিকল্পনাসহ ২০২০-এ জাতিসংঘে বাংলাদেশের যে সব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে সে সম্বন্ধে আলোকপাত করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যু, মুজিববর্ষ উদযাপন, শান্তিরক্ষা কার্যক্রম ও এসডিজি বাস্তবায়ন সহজাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।